Sonarpur: বিছানায় গলা কাটা অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছে স্বামী, কাঁদতে কাঁদতে বেরিয়ে এল আড়াই বছরের বাচ্চাটা

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jan 04, 2025 | 5:27 PM

Sonarpur: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী। ফল কাটার ছুরি দিয়ে দিয়ে কাটা হয়েছে স্ত্রীর গলা। ইতিমধ্যেই সেই ছুরি উদ্ধার করেছে পুলিশ।

Sonarpur: বিছানায় গলা কাটা অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছে স্বামী, কাঁদতে কাঁদতে বেরিয়ে এল আড়াই বছরের বাচ্চাটা
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সোনারপুর: স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আত্মঘাতী স্বামীও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বাড়িতে রয়েছে আড়াই বছরের এক শিশু। তাঁর কান্নার আওয়াজ শুনেই ছুটে যান প্রতিবেশীরা। ঘরে ঢুকতেই দেখা যায় গলা কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ। স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। সোনারপুর থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী। ফল কাটার ছুরি দিয়ে দিয়ে কাটা হয়েছে স্ত্রীর গলা। ইতিমধ্যেই সেই ছুরি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত ৮ মাস ধরে একটি ভাড়া বাড়িতে থাকতেন শশধর হালদার। সঙ্গে থাকতেন স্ত্রী পায়েল হালদার ও আড়াই বছরের ছেলে। প্রায়ই তাঁদের মধ্যে ঝামেলা হত। কিন্তু, পরিণাম যে এটা হতে পারে তা ভাবতেও পারছেন না প্রতিবেশীরা। হতবাক ভাড়াটিয়াও। 

এই খবরটিও পড়ুন

শনিবার সকাল থেকেই বাড়ি থেকে ক্রমাগত বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। ভাড়াটিয়ার পাশাপাশি শুনতে পান প্রতিবেশীরাও। বাচ্চাটা বাইরে বেরিয়ে আসতেই ছুটে যান সকলে। তড়িঘড়ি ঘরে ঢুকতেই দৃশ্য দেখে চোখ একেবারে কপালে উঠে যায়। দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন শশধর (৩৪)। বিছনায় পড়ে পায়েলের রক্তাক্ত দেহ (২৪)। বাড়ির মালিকই খবর দেন সোনারপুর থানায়। চলছে তদন্তে। বাড়ির মালিক-সহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও। 

Next Article