
বনগাঁ: গ্রেফতার করেছে পুলিশ। তারপরেই অসুস্থ। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েও কমেনি মেজাজ। চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়েই বলতে শোনা গেল, “মিমিকে আমি ছাড়ব না!” পুলিশি ধরপাকড়ের পর তনয় শাস্ত্রীর এই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পর সন্ধ্যার দিকে হঠাৎই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মুখে শোনা যায় এ কথা।
ঘটনার সূত্রপাত গত রবিবার ২৫ জানুয়ারি। বনগাঁ পৌরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত পৌনে বারোটা নাগাদ তিনি মঞ্চে ওঠেন। অভিযোগ, মিমির গানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী হঠাৎ স্টেজে উঠে পড়েন। গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ারও নির্দেশ দেন। জনসমক্ষে এমন আচরণের জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেন মিমি। ঘটনার পরপরই বনগাঁ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
মিমির করা লিখিত অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। যদিও গ্রেফতার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়। তনয়ের ভক্ত ও এলাকার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় বলেও খবর। পুলিশের হাত থাকালীন সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন তনয়। তখন তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো। কিন্তু সেখান থেকেও ফের হুমকি দিতে দেখা যায় তনয়তে। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।
গোটা ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। তিনি বলেন, “আজকে একটা মেয়ে হেনস্থা হয়েছে, সেটাকে পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করে কেউ, তাহলে তার তো এটাই হবে। আমি বলছি চাই, এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এটার শেষ দেখব বলেছিলাম, আমি এবার এটার শেষ নিশ্চয়ই দেখব।”