
উত্তর ২৪ পরগনা: তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। খুনের বদলা খুন? এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাহেব। জগদ্দলের রাহুতা এলাকার একটি খাল থেকে বাসুদেবপুর থানার পুলিশ সাহেবের পচাগলা দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেব জগদ্দলে রাহুতা এলাকারই হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর খুনে অভিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে তদন্তও চলছিল। চার দিন ধরে নিখোঁজ ছিলেন সাহেব। ফের চার দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাহুতা এলাকায় খালের মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
তাঁকে কে খুন করে এখানে ফেলে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশির দেহ উদ্ধার হয়। দেহ ক্ষতবিক্ষত ছিল। অভিযোগ ছিল, পুরনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় নাম উঠে আসে সাহেবের। পুলিশ এই সাহেবকেই খুঁজছিল। কিন্তু ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান তিনিও। শুক্রবার বিকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারেই জলাশয় থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে বাসুদেব পুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনায় একই ব্যক্তি জড়িত, নাকি এটা খুনের বদলা খুন, সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।