
হাবড়া: নাবালিকা শ্যালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে খোঁজ মিলছিল না অভিযুক্তের। অবশেষে পুলিশের হাতে পাকড়াও। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে হাবড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৭ নভেম্বর। ওই দিনই নির্যাতিতার মা অশোকনগর থানার দ্বারস্থ হন। পুলিশকে জানান তাঁর মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না।
সূত্রের খবর, পুলিশে লিখিত অভিযোগ জানানোর কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসে নাবালিকা। তারপরই ওঠে এক্কেবারে গুরুতর অভিযোগ। অভিযোগ, তাকে আটকে রেখে দিনের পর দিন একাধিকবার ধর্ষণ করে জামাইবাবু। প্রথমে নিয়ে যায় দিঘায়, পরবর্তীতে হাবড়ায় একটি ভাড়া বাড়িতে আটকে রেখে বলেও অভিযোগ। সেখানেও যৌন হেনস্থার শিকার হয় ওই নাবালিকা।
পুলিশ জানতে পারার পর থেকেই আর খোঁজ মিলছিল না অভিযুক্তের। অবশেষে গোপন সূত্রে সেই পলাতকের খোঁজ পায় পুলিশ। এদিন সকালে মানিকতলা ভ্যান স্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁকে তোলা হয় বারাসত আদালতে।