
কামারহাটি: আড়িয়াদহের একসময়ের ত্রাস জয়ন্ত সিং এখন জেলে। এবার তাঁর ভাইয়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। এক যুবককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জয়ন্ত সিংয়ের ভাই শুভম সিং ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। জিৎ দাস নামে ওই যুবককে ইট ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। শুভম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে জিতের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়িয়াদহ পাটবাড়ি এলাকায় শুভমের সঙ্গে গতকাল বচসা বাধে জিতের। জিতের সাইকেল তাঁর গায়ে লেগেছে বলে দাবি করে জিৎকে শাসাতে থাকে শুভম। জিৎ বলেন, “আমাকে বলে, জানিস আমি জয়ন্ত সিংয়ের ভাই।” কয়েকজন যুবককেও জড়ো করেন শুভম। তাঁদের কাছে ক্ষমা চেয়ে তাঁকে যেতে দেওয়ার জন্য অনুরোধ করেন জিৎ। অভিযোগ, আটকে রেখে বাঁশ ও ইট দিয়ে জিৎকে বেধড়ক মারধর করা হয়। তাঁর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় ১৫ মিনিট সেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলেন আক্রান্ত যুবক। তারপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে।
জয়ন্ত সিংয়ের সঙ্গে তাঁর ভাই শুভম সিং
গোটা ঘটনায় আতঙ্কিত ওই যুবক গৃহবন্দী অবস্থায় রয়েছেন। দক্ষিণেশ্বর থানায় অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। আক্রান্ত যুবকের মা রিঙ্কু দাস বলেন, “মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। আমরা এখন আতঙ্কে রয়েছি। বাইরে বেরোলে আবার যদি মারে।” অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। এদিকে, ঘটনার পর থেকে পলাতক জয়ন্ত সিংয়ের ভাই ও তাঁর সঙ্গীরা। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।