Jayant Singh: আবার শিরোনামে সেই জয়ন্ত সিং, ফেসবুক লাইভে যা চলছে… ভয়ে সিঁটিয়ে বেলঘরিয়ার পাঁজা পরিবার

Jayant Singh: ওই ভিডিয়ো সামনে আসার পর থেকে যথেষ্ট আতঙ্কে রয়েছে বিমল পাঁজা ও তাঁর পরিবার। আতঙ্কে তাঁরা গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

Jayant Singh: আবার শিরোনামে সেই জয়ন্ত সিং, ফেসবুক লাইভে যা চলছে... ভয়ে সিঁটিয়ে বেলঘরিয়ার পাঁজা পরিবার
হুমকি দিচ্ছে জয়ন্ত সিং-এর শাগরেদImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 17, 2025 | 9:39 AM

বেলঘরিয়া: গত বছরের জুলাই মাসে বেলঘরিয়া আড়িয়াদহ এলাকায় এক যুবক ও তাঁর মাকে মারধর করার অভিযোগ ওঠে জয়ন্ত সিং ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে। সেই ঘটনার পর জয়ন্ত সিং-এর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অত্যাচারের একের পর অভিযোগ সামনে আসে। জনসমক্ষে আসে সেই সব ছবি। এই নিয়ে তোলপাড় হয় গোটা এলাকা। আর এই ঘটনার পর এক বছর কাটতে না কাটতেই ফের জয়ন্ত সিং-এর সাগরেদদের আতঙ্ক।

এবার আতঙ্কে আড়িয়াদহের পাজা পরিবার। মারধরের ঘটনায় জয়ন্ত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল এলাকার অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম বিমল পাঁজা ও তাঁর পরিবার। আর এবার সেই সাক্ষী বিমল পাঁজাই রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযোগ, তাঁর পরিবারকে ফেসবুক লাইভ করে প্রাণনাশের হুমকি দিয়েছে জয়ন্ত সিং-এর সাগরেদরা। সুশোভন সরখেল নামে জয়ন্ত সিং-এর এক সাগরেদ তাঁর দলবল নিয়ে ফেসবুক লাইভ করে। আর সেখানেই এই পাঁজা পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ।

ওই ভিডিয়ো সামনে আসার পর থেকে যথেষ্ট আতঙ্কে রয়েছে বিমল পাঁজা ও তাঁর পরিবার। আতঙ্কে তাঁরা গৃহবন্দি অবস্থায় রয়েছেন। গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। হুমকির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ।

বর্তমানে জেলেই আছেন জয়ন্ত সিং। গত বছর ওই ঘটনার পর থেকে জয়ন্ত সিং-এর একের পর এক কীর্তি সামনে আসে। তাঁর বিলাসবহুল বাড়িটি নিয়েও প্রশ্ন ওঠে।