
উত্তর ২৪ পরগনা: খেলা হবে দিবসে ফুটবল মাঠে নেমে চমক দেখালেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। খেলতে গিয়ে পড়েও যান তিনি। তবে বয়সের কথা ভুলে গিয়ে বর্তমান যুব সমাজকে বুঝিয়ে বললেন, ‘বয়সটা কেবল সংখ্যা মাত্র!’
খেলা হবে দিবসে হাবড়া খেলার মাঠে জার্সি পড়ে স্বয়ং বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নামলেন ফুটবল খেলতে। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো তিনি শুধু মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উজ্জ্বীবিত করবেন, কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি নিজেই নেমে পড়লেন মাঠে। শুরু হলো খেলা – বল পেলেই সামনে ছুটে যাচ্ছেন, ড্রিবল করছেন, সহ-খেলোয়াড়ের সঙ্গে পাস খেলে এগিয়ে যাচ্ছেন। এমনকি দৌড়তে গিয়ে একবার পড়েও যান – তবে হাল ছাড়ার মানুষ নন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে ফের শুরু করেন দৌড়, যেন এই মাঠ তাঁকে নতুন প্রাণশক্তি দিচ্ছে।
খেলা শেষে ক্লান্ত মুখে নয়, বরং উচ্ছ্বসিত মুখে বললেন, “খেলা দিবস তো পালন করতেই হবে। এ বছর খেলা দিবস পালন করলে, পরের বছর আরেকটু ভাল খেলতে পারব।”