উত্তর ২৪ পরগনা: অষ্টম বছর জেলা খাদি মেলায় জেলার সকলে উপস্থিত থাকলেও বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার আমন্ত্রণ পেলেন না। যা নিয়ে মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ প্রথমেই বিষয়টি নিয়ে সমালোচনা করেন। যদিও তারপর সকলেই দুঃখপ্রকাশ করেন এবং নিজেদের ভুলও শিকার করেন। সকলেরই এক কথায় শিকার করেন ভুল হয়ে গিয়েছে, এমন ভুল হওয়াটা কাম্য নয়। তবে খাদি মেলা আমন্ত্রণপত্রে বারাসতের সাংসদের নাম নেই।
মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে প্রতিবছর জেলা খাদি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, সেখানে প্রধানবক্তা এবং প্রধান অতিথি হিসাবে সকলেই দেখে এসেছে বারাসতে সাংসদ কে,সেখানে এ বছর সবকিছু যেন বেমানান হয়ে গেল।
বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা একটা মিসটেক। যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পর্ষদ সভাপতি ও খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লল খ্যাঁ কে বিষয়টি জানিয়েছেন। এখানে সাংসদের ক্ষুন্ন হওয়ার মত কিছু নেই, তবে বিষয়টি বড় ভুল বলে মন্ত্রী মনে করেন। একই ভাবে কল্লোল খ্যাঁ মনে করেন ভুল হয়ে গিয়েছে। কীভাবে এই ভুল হল তা নিয়েও ইতিমধ্যেই তিনি কথা বলেছেন, এই ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। আগামী দিনে এই ভুল যেন না হয়, সেই দিকেও নজর রাখতে হবে ।
একই দাবি করেছেন জেলা পরিষদের সহ সভাধিপতি বীনা মণ্ডল। তিনিও সাংসদকে আমন্ত্রণ না জানানোর জন্য ক্ষমাপ্রার্থী, বিষয়টা ভুল হয়ে গিয়েছে। এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে হার নিশ্চিত জেনেই খাদি মেলায় আগে থেকে বিদায় দিয়ে দিয়েছে ড. কাকলি ঘোষ দস্তিদারকে। অষ্টম বর্ষ খাদি মেলা ১ ডিসেম্বর উদ্বোধন হয়, যা চলবে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত।