
কামারহাটি: অবশেষে হাইকোর্টের নির্দেশ মতো আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার কাজে তৎপর হল কামারহাটি পুরসভা। কলকাতা হাইকোর্ট কামারহাটি পুরসভাকে নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে আড়িয়াদহ রুদ্র প্রতাপ লেন এলাকায় জয়ন্ত সিংয়ের অবৈধ বাড়ি ভেঙে ফেলতে হবে।
আদালতের নির্দেশ মতো বাড়ি ভাঙা শুরু হওয়ার কথা ১৩ জুন অর্থাৎ শুক্রবার। দিনক্ষণ ঠিক করা হয়েছে পুরসভার তরফেও। হাইকোর্টের সেই নির্দেশ মতো তৎপর হল কামারহাটি পুরসভা। ১৩ তারিখ পুলিশ প্রশাসন ও পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার কাজ করা হবে বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা।
বাড়িটি যে শুধু বিলাসবহুল তাই নয়। বাড়িটির সামনেই রয়েছে একটা ডোবা। স্থানীয় বাসিন্দারা বলেছিলেন, ওটা আগে একটা পুকুর ছিল। সেই পুকুর বুজিয়েই বাড়ি বানানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে পুরসভার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই জমির মালিকই অন্য কেউ। এ কথা সামনে আসার পর জয়ন্তের বাড়িতে নোটিস দেয় পুরসভা। আর এবার সেই বাড়ি ভাঙার জন্য শুরু হবে তোড়জোড়।