Kamarhati: একসঙ্গে ৫৭টি বহুতল ভেঙে ফেলতে হবে, নজিরবিহীন নির্দেশ পুরসভার
Kamarhati: বাঘাযতীনে একটি আবাসন হেলে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। একের পর এক বাড়ি নিয়ে অভিযোগ সামনে এসেছে নতুন করে। অবৈধ বাড়ি খুঁজে নোটিস দেওয়ার কাজ শুরু করেছে একাধিক পুরসভা।

কামারহাটি: ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে ৫৭ টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল পুরসভা। অবৈধভাবে তৈরি বাড়ি নিয়ে যখন রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগম প্রশ্নের মুখে পড়েছে, তখন কার্যত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা। পুর প্রধানের দাবি, এই ৫৭টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। ধোবিয়া বাগান এলাকায় একটি বহুতল ভাঙার কাজ শুরুও করে দিয়েছে পুরসভা।
পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এইসব বাড়ির মালিকদের নোটিস দেওয়া হচ্ছিল পুরসভার তরফে। পরপর তিনবার নোটিস দিয়ে ডাকা হয়েছিল তাঁদের। পুরপ্রধানের অভিযোগ, বারবার বলা হলেও ওই বাড়ির মালিকরা হাজিরা দেননি। পুরসভার দাবি, ওই বাড়িগুলি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং পুরসভাকে কোনও নকসা দেওয়া হয়নি, কোনও অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ। আপাতত বাড়িগুলি বিপজ্জনক অবস্থায় থাকায়, সেগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ৫৭টি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হলেও, সেই তালিকায় নেই জয়ন্ত সিং-এর বাড়ি। কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা বলেন, “নোটিস পাঠিয়েছি। জমির মালিকের খোঁজ চালাচ্ছি। এখনও মালিকের খোঁজ পাওয়া যায়নি বলে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।”
এদিকে, কোন ওয়ার্ডে, কতগুলি বাড়ি ভাঙা হবে, সেই তালিকাও প্রকাশ করেছে কামারহাটি পুরসভা। ১ নম্বর ওয়ার্ডে ২৬টি বাড়ি, ২ নম্বর ওয়ার্ডে ১টি, ৩ নম্বর ওয়ার্ডে ৭টি, ৪ নম্বর ওয়ার্ডে ২টি, ৫ নম্বর ওয়ার্ডে ৩টি, ৬ নম্বর ওয়ার্ডে ৭টি ও ৭ নম্বর ওয়ার্ডে ১১টি বাড়ি ভেঙে ফেলার কথা বলা হয়েছে।





