কামারহাটি: বাঘাযতীনকাণ্ডের ছায়া এবার কামারহাটিতে। সেখানে ধোবিয়াবাগানে হেলে পড়ল নিমীয়মাণ বাড়ি। জানা যাচ্ছে, ধোবিয়াবাগান এলাকায় বাড়িটি হেলে পড়ে। এরপর একটি চায়না কোম্পানিকে দিয়ে বিল্ডিংটি সোজা করার কাজ চালানোর চেষ্টা করেন প্রোমোটার। ঘটনায় গ্রেফতার চারজন নির্মীয়মাণ কর্মী। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে কামারহাটি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে কামারহাটি সাত নম্বর ওয়ার্ড ধুবিয়াবাগানের। আচমকাই তিন তলা বিল্ডিং হেলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিল। প্রোমোটার বিক্কু বিল্ডিংটি নির্মাণ করছেন বলে খবর। এলাকাবাসী সূত্রে খবর, বিল্ডিংয়ের পাশে একটি স্কুল আছে। এমনকী, নতুন কোনও বিল্ডিং তৈরি হলে যে নিয়ম মানতে হয়, তাও মানা হয়নি বলে দাবি করছেন এলাকাবাসী। প্রোমোটার চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার পরিকল্পনা করছিলেন। তাতে আরও হেলে পড়ে বাড়িটি বলে দাবি।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন অবস্থায় নির্মিত বিল্ডিং এর এই অবস্থা। এরপরে যখন ফ্ল্যাটে সাধারণ মানুষ বসবাস করবে, তখন কী হবে? এদিকে, এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। বন্ধ করে দেওয়া হয় কাজ।