Kanchrapara Murder: মা-মা করে ডেকে ঘরে ঢুকেছিল মেয়ে, দরজা খুলতেই মাথায় হাত

Kanchrapara Murder: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে। সেখানে নিজের ঘর থেকে বছর পঁচাত্তরের ফুলজান বিবির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেটিয়া থানাক পুলিশ।

Kanchrapara Murder: মা-মা করে ডেকে ঘরে ঢুকেছিল মেয়ে, দরজা খুলতেই মাথায় হাত
কাঁচরাপাড়ায় হাড়হিম ঘটনা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 24, 2025 | 1:29 PM

কাঁচরাপাড়া: বাড়িতে একাই থাকতেন। দুই মেয়ে পাশেই থাকেন। শুক্রবার ছোট মেয়ে এসেছিলেন মায়ের খোঁজে। আর ঘরে ঢুকতেই গায়ে কাঁটা দিল তাঁর। নিজের চোখে দেখলেন তাঁর বৃদ্ধা মা-কে কেউ বা কারা গলা কেটে খুন করে চলে গিয়েছে। মৃতার মেয়ের প্রশ্ন, তাঁর মায়ের কোনও শত্রু নেই। টাকা-পয়সাও তেমন নেই। তারপরও কেন এইভাবে খুন হতে হল?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে। সেখানে নিজের ঘর থেকে বছর পঁচাত্তরের ফুলজান বিবির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেটিয়া থানাক পুলিশ। বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পরিবারের দাবি, বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। এ দিন সকালে ছোট মেয়ে এসে দেখেন এই ঘটনা।

ছোট মেয়ে রচিয়া বিবি বলেন, “সকাল ন’টা বেজে যাওয়ার পরও মা ঘুম থেকে না ওঠায় চিন্তা হচ্ছিল। এরপর আমি বাড়িতে আসি। প্রতিদিন মা তালা দিয়ে ঘুমোয়। আজ দেখি ঘরের তালা খোলা। দরজা ভেজানো। ঘরে ঢুকে দেখি খাটে মা শুয়ে। আমি মায়ের গায়ে হাত দিয়ে ডাকতেই অনুভব করি শরীর পুরো ঠান্ডা। ভেবেছিলাম স্ট্রোক হয়েছে। কিন্তু না। পরে দেখে কেউ গলা কেটে ফেলে রেখে গিয়েছে।”