Khardha: ‘CCTV-র হার্ড ডিস্কটা কই?’ বলেই পকেট থেকে বার করে বোমা ফেলল ক্যাম্পাসে! খড়দহের স্কুলে ভয়ঙ্কর ঘটনা! জানেন কী ছিল সেই ফুটেজে? কারা করল গুন্ডামি?

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 16, 2024 | 1:58 PM

Khardha: খড়দহ সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক বেসরকারি স্কুলে হামলা চালায় দুষ্কৃতীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে,  স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপর স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়।

Khardha: CCTV-র হার্ড ডিস্কটা কই? বলেই পকেট থেকে বার করে বোমা ফেলল ক্যাম্পাসে! খড়দহের স্কুলে ভয়ঙ্কর ঘটনা! জানেন কী ছিল সেই ফুটেজে? কারা করল গুন্ডামি?
স্কুলে হঠাৎ বোমা পড়ল!
Image Credit source: TV9 Bangla

Follow Us

খড়দহ: স্কুল আওয়ার্স শেষের পরও স্কুলে ছিলেন কর্মীরা। স্কুলের গেট তখন বন্ধ ছিল। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপর পরপর দু’বার একই রকমের শব্দ। ততক্ষণের স্কুলের কর্মীরা বুঝতে পেরেছেন বোমা পড়ছে স্কুলের গেটের সামনে। সাবধান হওয়ার আগেই হুড়মুড় করে স্কুলে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। অস্ত্র হাতে স্কুলের ভিতর তাণ্ডব শুরু করে। স্কুলের কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রহড়ার একটি বেসরকারি স্কুলে। অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। চলে এলাকায় বোমাবাজি। ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

খড়দহ সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক বেসরকারি স্কুলে হামলা চালায় দুষ্কৃতীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে,  স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপর স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়।

স্কুলের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালায়। দুষ্কৃতী হামলার সেই সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলে থাকা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এক কর্মী বলেন, “আমরা স্কুলের ভিতরে কাজ করছিলাম। ওরা অস্ত্র নিয়ে ভিতরে ঢোকে। কারেন্ট অফ করে দিয়েছিল। আমার কোমরে বন্দুক ঠেকিয়ে বলে, হার্ড ডিস্কটা কোথায় আছে। আমি দেখাতে পারিনি। ভেঙে হার্ড ডিস্ক বার করে নেয়।”

Next Article