AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: শাহজাহানের সাক্ষীর দুর্ঘটনার পরই বারবার নাম উঠছে মোসলেমের, কে তিনি?

Seikh Sahajahan: অভিযোগকারী নির্মল মণ্ডলও দাবি করেছিলেন, শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ রয়েছে মোসলেমের। তাঁর নির্দেশেই এই সব করছেন তিনি। যদিও, মোসলেম সব অভিযোগ উড়িয়েছেন। তিনি বলেছিলেন, তাঁর সঙ্গে শেখ শাহজাহানের কোনওরকম যোগাযোগ নেই।

Sandeshkhali: শাহজাহানের সাক্ষীর দুর্ঘটনার পরই বারবার নাম উঠছে মোসলেমের, কে তিনি?
মোসলেম শেখImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 3:09 PM
Share

ন্যজোট: শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। ভাইয়ের মৃত্যু পরই মুখ খুলেছেন ভোলার অপর ছেলে বিশ্বজিৎ ঘোষ। সামনে এনেছেন দু’টি নাম। একটি হল ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও অন্যটি হল সহ সভাপতি মোসলেম শেখ। অভিযোগ, এরা দু’জন শাহজাহানের অনুপস্থিতিতে সন্দেশখালিতে সন্ত্রাস চালাচ্ছেন। তবে একা বিশ্বজিৎ নয়, মঙ্গলবার সন্দেশখালির সরবেড়িয়া এলাকার বাসিন্দা নির্মল মণ্ডলও অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সন্দেশখালি এলাকায় রীতিমতো সন্ত্রাস চালাচ্ছে এই মোসলেমের অনুগামীরা।

কে এই মোসলেম? 

জানা যাচ্ছে, ন্যাজাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এই মোসলেম। ভোলার বড় ছেলের দাবি, এই ব্যক্তি তৃণমূল কর্মী। ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ বলেন, “ওইখানে একটাই রাজ চলে শাহজাহান শেখের। তবে এখন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মোসলেম শেখ দাপট চালাচ্ছেন। এরা শাহজাহানের র‌্যাকেট চালাচ্ছে। এটা একশো শতাংশ খুন। শাহজাহান শেখের ইন্ধনে সবিতা আর মোসলেম করিয়েছে।”

অপরদিকে, গতকাল সন্দেশখালির মণ্ডল পরিবারের নির্মল মণ্ডল জানিয়েছিলেন, শাহজাহান জেলে গিয়েও শান্তি নেই। তাঁর অনুগামীদের দাপট চলছে গোটা সন্দেশখালি জুড়ে। মূলত, সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে শেখ শাহজাহানের তৈরি বিশাল শেখ শাজাহান মার্কেট আছে। এই মার্কেটের পুরো জায়গাটাই মণ্ডল পরিবারের বলে দাবি করেন তাঁরা। পরে এই মর্মে বিভিন্ন সরকারি দফতরে এবং সিবিআই দফতরে অভিযোগ জানানো হয়েছিল। জমি ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা। এরপর থেকেই নাকি মারধর আর প্রাণনাশের হুমকি আসত এই মোসলেমের দলবলের বিরুদ্ধে।

অভিযোগকারী নির্মল মণ্ডলও দাবি করেছিলেন, শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ রয়েছে মোসলেমের। তাঁর নির্দেশেই এই সব করছেন তিনি। যদিও, মোসলেম সব অভিযোগ উড়িয়েছেন। তিনি বলেছিলেন, তাঁর সঙ্গে শেখ শাহজাহানের কোনওরকম যোগাযোগ নেই। ইচ্ছাকৃত তাঁর নামে বদনাম করা হচ্ছে। এরপর বুধবারও যখন দুর্ঘটনায় তাঁর নাম জড়ায়, তখনও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। টিভি ৯ বাংলাকে সাফ জানিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা।