Shahjahan Sheikh: জেল থেকেই সব চালাচ্ছেন শাহজাহান! আতঙ্কে ঘুম উড়েছে মণ্ডল পরিবারের
Sandeshkhali: অভিযোগ, আদালতের রায়ও মানছেন না শাহজাহানের অনুগামীরা। গত কয়েকদিন আগে ওই শাহজাহান মার্কেটে এসআইআর (SIR) সংক্রান্ত একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে গন্ডগোল হয়েছিল শেখ শাহজাহান অনুগামী তথা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তারপর থেকে হুমকির বহর বেড়েছে।

সন্দেশখালি: বছর দুয়েক আগে ইডি তল্লাশির সূত্র ধরে একে একে প্রকাশ্যে আসে শাহজাহান শেখের কীর্তি। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল গোটা সন্দেশখালি। প্রায় প্রতিটি বাড়ি থেকে শোনা যাচ্ছিল অভিযোগ। দু’বছর হয়ে গেল সেই শাহজাহান জেলে রয়েছেন। কিন্তু সন্দেশখালিতে শান্তি নেই। শাহজাহানের ‘ছায়া’ যেন তাড়া করে বেড়াচ্ছে। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে সরবেড়িয়ার মণ্ডল পরিবার।
শেখ শাহজাহান জেলে থাকলে কী হবে, তাঁর অনুগামীদের দাপট চলছে গোটা সন্দেশখালি জুড়ে। এলাকার মানুষজন বলছেন, জেল থেকেই সন্দেশখালি চলছে শাহজাহান শেখের নির্দেশে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশখালির সরবেড়িয়া এলাকার মণ্ডল পরিবার। তাদের অভিযোগ শেখ শাহজাহানের অনুগামী মোসলেম শেখ তাদেরকে হুমকি দিচ্ছেন। মোসলেম শেখ ও তাঁর অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে শেখ শাহজাহানের তৈরি বিশাল শেখ শাজাহান মার্কেট আছে। এই শেখ শাজাহান মার্কেটের পুরো জায়গাটাই তাদের বলে দাবি করেছিলেন মণ্ডল পরিবারের সদস্যরা। সেই মর্মে মণ্ডল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দফতরে এবং সিবিআই দফতরে অভিযোগ জানানো হয়েছিল। জমি ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এই আবেদন জানানোর পর থেকেই তাঁদের কপালে জোটে মারধর আর প্রাণনাশের হুমকি।
এরপর আদালতে যায় ওই পরিবার। শেখ শাহজাহান মার্কেট যে জায়গায় তৈরি সেই জায়গার পুরোটাই মণ্ডল পরিবারের বলে রায় দেয় আদালত। অভিযোগ, আদালতের রায়ও মানছেন না শাহজাহানের অনুগামীরা। গত কয়েকদিন আগে ওই শাহজাহান মার্কেটে এসআইআর (SIR) সংক্রান্ত একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে গন্ডগোল হয়েছিল শেখ শাহজাহান অনুগামী তথা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তারপর থেকে হুমকির বহর বেড়েছে।
যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মোসলেম শেখ পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্মল মণ্ডল পুরো মিথ্যা অভিযোগ করছে। আমার সঙ্গে শেখ শাহজাহানের কোনওরকম যোগাযোগ নেই। ইচ্ছাকৃত আমার নামে বদনাম করছে। বিগত দু’বছর আমার সঙ্গে সামনাসামনি দেখা হয় না। আমাদের কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে এটা রটানো হচ্ছে মার্কেটে।
