AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: এবার সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত, কী অভিযোগে গ্রেফতার?

CBI arrests Shahjahan aide: বছর দুয়েক আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেইসময় তাঁদের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এমনকি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারধরের অভিযোগ উঠে।

CBI: এবার সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত, কী অভিযোগে গ্রেফতার?
বাঁদিকে দুরন্ত মোল্লা, ডানদিকে শেখ শাহজাহান (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2025 | 10:56 AM
Share

দীপঙ্কর দাস

সন্দেশখালি: অনেকদিন ধরেই তাঁকে খুঁজছিল সিবিআই। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী দুরন্ত মোল্লা। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হল। ২ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গতকাল বসিরহাটে তাঁর গোপন আস্তানা থেকে দুরন্তকে ধরেন সিবিআই আধিকারিকরা। ধৃতকে আজ (বুধবার) বসিরহাট আদালতে তোলা হবে।

কোন মামলায় দুরন্তকে খুঁজছিল সিবিআই?

বছর দুয়েক আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেইসময় তাঁদের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এমনকি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারধরের অভিযোগ উঠে। ওই ঘটনার পর শাহজাহান ও তাঁর দলবলের একাধিক ‘কীর্তি’-র কথা সামনে আসে। সরব হন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার ৫৫ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান।

ইডির টিমের উপর হামলার ঘটনায় যাঁদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে অন্যতম এই দুরন্ত মোল্লা। ওই হামলার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার তদন্তভার হাতে পাওয়ার পর থেকে তাঁকে খুঁজছিল সিবিআই। এমনকি তাঁর বাড়িতে নোটিস পর্যন্ত দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, বারবার নিজের গোপন আস্তানা বদল করছিলেন দুরন্ত। ফলে তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। গতকাল গোপন সূত্রে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, বসিরহাট এলাকায় রয়েছেন দুরন্ত। এরপরই রাতে অভিযান চালিয়ে বসিরহাটের গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতকে এদিন বসিরহাট আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিবিআই। তাঁকে জেরা করে ইডির উপর হামলার ঘটনায় নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাই এখন দেখার।