Laketown: লেকটাউনে ভরা রাস্তায় বিবাহিত মহিলার স্তন নিয়ে কটূক্তি করে নিজের ‘বিপদ’ নিজেই ডেকে আনল এরা!
Laketown: তাঁরই প্রতিবাদ জানাতে যান স্বামী মধুসূদন। আক্রান্ত হয় তিন অভিযুক্ত স্বামীকে মারধর করে সেই ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লেকটাউন থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন।
লেকটাউন: স্ত্রীকে অশালীন মন্তব্য। স্বামী প্রতিবাদ করতেই তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার তিন। লেকটাউন থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের।
কলকাতার পাতিপুকুর এলাকায় বসবাস করেন ওই মহিলা ও তাঁর স্বামী। কালীপুজো উপলক্ষে স্থানীয় স্পোর্টিং ক্লাবের প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন যুবক বাড়ি ফেরার সময় মহিলাকে তাঁর স্তনের আকৃতি নিয়ে অবমাননাকর মন্তব্য করে। শুধু তাই নয়, ক্রমাগত মন্তব্য করতে থাকে। চলতি ভাষায় যাকে বলা হয় টন্টিং কাটে।
এরই প্রতিবাদ জানান স্বামী। অভিযোগ, তখনই তিন জন যুবক স্বামীকে মারধর করে। গোটা ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লেকটাউন থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন। এরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনা জগদ্দলের বাসিন্দা। সোমবার অভিযুক্ত তিনজনকে অভিযুক্তকে আজকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। তাঁদের বিরুদ্ধে মহিলাকে কুরুচিকর মন্তব্য করায় শ্লীলতাহানি-মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।