Madhyamgram Murder: মধ্যমগ্রামে দিনে-দুপুরে পনির বিক্রি করতে এসে খুন মহিলাকে

Madhyamgram Murder: ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। মৃতের নাম পারমিতা চক্রবর্তী (৪৫)। জানা গিয়েছে, বুধবারও ওই ব্যক্তি এসেছিলেন পনির বিক্রি করতে। কিন্তু আচমকাই মহিলার গলায় ছুরির কোপ চালিয়ে দেয়।

Madhyamgram Murder: মধ্যমগ্রামে দিনে-দুপুরে পনির বিক্রি করতে এসে খুন মহিলাকে
মধ্যমগ্রামে খুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2023 | 5:54 PM

মধ্যমগ্রাম: বিগত তিন বছর ধরে যাতায়াত ছিল এলাকায়। প্রায় অনেকেই ওই ব্যক্তির কাছ থেকে পনির কিনতেন। মুখ চেনা ছিল অনেকের। কিন্তু তিনিই যে এই কীর্তি করবেন কে ভেবেছিল। দিনে দুপুরে পনির বিক্রেতার হাতে খুন হলেন মহিলা। গ্রেফতার অভিযুক্ত।

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। মৃতের নাম পারমিতা চক্রবর্তী (৪৫)। জানা গিয়েছে, বুধবারও ওই ব্যক্তি এসেছিলেন পনির বিক্রি করতে। কিন্তু আচমকাই মহিলার গলায় ছুরির কোপ চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের পাড়ায় প্রায় তিন বছর ধরে যাতায়াত রয়েছে ওই বিক্রেতার। এখানকার অনেকেই পনির কেনেন। কিন্তু হঠাৎ এমন কেন করল জানি না।”