
মধ্যমগ্রাম: পরিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল বুথ সভাপতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চণ্ডিগড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রেজাউল নামে এক যুবক তাঁর বাবা-মাকে নিত্যদিন মারধর করে।সেই ঘটনা পঞ্চায়েতে সদস্য সহ বুথ সভাপতি সহিদুল ইসলামকে জানালে বুধবার সন্ধেয় তিনি রেজাউলের বাড়িতে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি সহ অন্যান্য কর্মীরা। সেখানে কেন রেজাউল এভাবে বাবা-মার উপর অত্যাচার করছে তা নিয়ে বোঝাতে গেলে আচমকাই দু’তলার ঘর থেকে বুথ সভাপতি সহিদুল ইসলামকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। দু’টিগুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গিয়ে সহিদুল ইসলামের হাতে লাগে।
গুলির শব্দ পেতেই তৎক্ষণাত স্থানীয় পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্য কর্মীরা তাকে নিয়ে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে। সহিদুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে উত্তেজিত জনতা ঘটনার খবর পেয়ে রেজাউলের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রেজাউলকে গ্রেফতার করে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, পরবর্তীতে রেজাউলের বাড়ি থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, “ওই ছেলেটার বাবা-মা বৃদ্ধ মানুষ। ওঁরা অভিযোগ করেছিল আমাদের কাছে যে,ছেলে ওদের উপর অত্যাচার চালায়। সেইটা মেটাতেই গিয়েছিলাম। হঠাৎ করেই রেজাউল আমাদের উপর চড়াও হয়। তারপর হঠাৎ করে উপরে গিয়ে গুলি চালিয়ে দিল।”