Madhyamgram: মধ্যমগ্রাম পৌরসভায় ভুয়ো ডাক্তারের হদিশ, খোঁজ পেয়ে হাজির আসল ডাক্তারও

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2024 | 4:34 PM

Madhyamgram: গোটা ঘটনাটি তদন্তের জন্য মধ্যমগ্রাম পৌরসভা.যোগাযোগ করেন সিএমওএইচের সঙ্গে। অভিযুক্ত সুনীল সাউকে শোকজ লেটার পাঠিয়েছেন CMOH। কিন্তু তারপর থেকে তিনি বেপাত্তা। তিনি রিজাইন লেটার পাঠিয়েছেন।

Madhyamgram: মধ্যমগ্রাম পৌরসভায় ভুয়ো ডাক্তারের হদিশ, খোঁজ পেয়ে হাজির আসল ডাক্তারও
ডান দিকে, আসল চিকিৎসক সুনীল সাউ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম পৌরসভায় নকল ডাক্তারের খোঁজ মিলল। পৌরসভার স্বাস্থ্যদফতরের ভবনে বসতেন তিনি। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পৌরসভার তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনের ভিত্তিতে অভিযুক্ত পৌরসভায় যোগাযোগ করেন। এরপর ইন্টারভিউ, তারপর সিলেকশন। সুনীল সাউ নামে এক যুবক এই বিল্ডিংয়ে যোগ দেন। কারণ তিনি এসেছিলেন মাত্র তিন-চার দিন। কিন্তু তারপর থেকেই হঠাৎ তিনি গায়েব। দফতরের তরফ থেকে সুনীলের দেওয়ার নথি-কাগজপত্র খতিয়ে দেখা হয়। দেখা যায়, সুনীল যা নথি জমা দিয়েছে, সবই অন্য এক সুনীল সাউয়ের। তাঁরই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে ইন্টারভিউ পাশ করে চাকরি পেয়েছিলেন।

গোটা ঘটনাটি তদন্তের জন্য মধ্যমগ্রাম পৌরসভা.যোগাযোগ করেন সিএমওএইচের সঙ্গে। অভিযুক্ত সুনীল সাউকে শোকজ লেটার পাঠিয়েছেন CMOH। কিন্তু তারপর থেকে তিনি বেপাত্তা। তিনি রিজাইন লেটার পাঠিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে নকল ডাক্তার মেডিক্যাল অফিসার হিসাবে মধ্য়মগ্রাম পৌরসভায় যোগদান করতে পারলেন?

কিন্তু এসবের মধ্যে আবার প্রকাশ্যে চলে এসেছেন, আসল চিকিৎসক সুনীল সাউ, যাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ওই সুনীল সাউ পৌরসভায় যোগ দিয়েছিলেন। মধ্যমগ্রাম পৌরসভায় যোগাযোগও করেন তিনি। তাঁর বক্তব্য, “এই ব্যক্তি আমার রেজিস্ট্রেশন নম্বর নিয়ে গত ৮-৯ বছর ধরে বিভিন্ন জায়গায় কাজ করে এসেছেন। তাঁকে দ্রুত গ্রেফতার করা হোক। আর তাঁর পিছনে যে যে চক্র সক্রিয়, সেটাও খুঁজে বার করুক পুলিশ।”

অভিযুক্ত ভুয়ো চিকিৎসক সুনীল সাউয়ের সঙ্গেও যোগাযোগ করেছিল TV9 বাংলা। তাঁর বক্তব্য, “আমার সমস্ত নথি অফিসে জমা দেওয়া রয়েছে। আমি কেন এসব করতে যাব? আমার মনে হচ্ছে কোনও টেকনিক্যাল সমস্যা হচ্ছে।”

Next Article