Kali Puja 2025: কালীপুজোয় উলটপুরাণ! শিবের বুকের উপর দাঁড়িয়ে কালী মূর্তি

Diwali 2025: পুরাণ অনুযায়ী, রক্তবীজ যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী। দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে তৈরি হয় ত্রাহি ত্রাহি রব। অসুড়দের মুণ্ডু দিয়ে নিজের গলার মালা তৈরি করেন তিনি। কালীর বিজয় নৃত্য যেন স্বর্গকে এগিয়ে দেয় ধ্বংসের দিকে। এই পরিস্থিতিতে দেবতারা ছুটে যান মহাদেবের কাছে। কালীর নাচ বন্ধ করতেই কালীর পথেই শুয়ে পড়েন শিব। তখনই শিবের বুকে উপর পা পড়ে কালীর।

Kali Puja 2025: কালীপুজোয় উলটপুরাণ! শিবের  বুকের উপর দাঁড়িয়ে কালী মূর্তি
মধ্যমগ্রামে উলটপুরাণImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Oct 21, 2025 | 12:49 PM

উত্তর ২৪ পরগনা: কালী মূর্তি মানে সাধারণের কাছে একটাই চিরাচরিত ছবি। ডান পা দিয়ে শিবের বুকের উপর দাঁড়িয়ে কালী প্রতিমা। কিন্তু এই চিরাচরিত ছবিতেই বদল ঘটিয়েছে মধ্যমগ্রামের মহাকাল মন্দির। মূল স্রোতের বাইরে গিয়ে যেন নতুন কাহিনী বুনেছে তাঁরা। বুনেছে নতুন গল্প। তৈরি করেছে নতুন ঐতিহ্য। যা সাধারণের কাছে হয়ে উঠেছে উলটপুরাণ।

কেন কালীর পায়ের নীচে শায়িত থাকেন শিব?

পুরাণ অনুযায়ী, রক্তবীজ যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী। দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে তৈরি হয় ত্রাহি ত্রাহি রব। অসুড়দের মুণ্ডু দিয়ে নিজের গলার মালা তৈরি করেন তিনি। কালীর বিজয় নৃত্য যেন স্বর্গকে এগিয়ে দেয় ধ্বংসের দিকে। এই পরিস্থিতিতে দেবতারা ছুটে যান মহাদেবের কাছে। কালীর নাচ বন্ধ করতেই কালীর পথেই শুয়ে পড়েন শিব। তখনই শিবের বুকে উপর পা পড়ে কালীর। সম্বিৎ ফেরে তাঁর। পুরাণের এই কাহিনী ধরেই পরবর্তীতে তৈরি হয় কালী প্রতিমা। যা পূজিত হচ্ছে বছর বছর ধরে।

মধ্যমগ্রামে উলটপুরাণ

এটাই যখন পুরাণ মোতাবেক কাহিনী, তা হলে মধ্যমগ্রামে কেন অন্য ছবি? ওই মন্দিরের একা সেবায়ত জানিয়েছেন, ‘এই মন্দিরে মহাদেবে ভৈরব রূপ পূজিত হয়। ১৯৮০ সাল থেকে এই ব্যাতিক্রমী রূপেই এখানে পূজিত হন মহাদেব।’ এক পুণ্যার্থী জানিয়েছেন, ‘শুধুই শিব নয়, এই মন্দিরে পূজিত হন কালীও। বিভিন্ন তিথিতে পুজো অর্চনা চলে। আমার মনে হয়, এখানে বার্তাটা খুব স্পষ্ট। যিনি আজ উপরে রয়েছেন, তিনি একদিন নীচে যাবেন। আর যিনি নীচে রয়েছেন, তিনি যাবেন শীর্ষে। এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়মের রূপ দেখা যায় এই মহাকাল মন্দিরে।’

বলে রাখা প্রয়োজন, শুধুই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম নয়। শিবের এই ব্যাতিক্রমী মূর্তির চল রয়েছে ভারতের আরও দুই জায়গায়। যার মধ্য়ে অন্যতম বারাণসী। সেখানেও একটি মন্দিরে এমনই এক চিরাচরিত নিয়মে বাইরে থাকা ব্যাতিক্রমী মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে বলেই জানা গিয়েছে।