Halisahar: জেরক্স করতে বেরিয়ে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী

Halisahar: পরিবার সূত্রে খবর, নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রের নাম অর্কদ্যুতি সরকার। মাধ্যমিকের পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে বাড়ির বাইরে বেরিয়েছিল সে। সেই সময় বাড়ির সামনে থেকে উধাও হয়েছে যায় অর্কদ্যুতি। পরিবারের লোকজন খোঁজ শুরু করেন সব জায়গায়।

Halisahar: জেরক্স করতে বেরিয়ে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী
নিখোঁজ পড়ুয়াImage Credit source: TV9 বাংলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 11, 2025 | 11:28 PM

হালিশহর: মাধ্যমিকের দুটি পরীক্ষা শেষ হয়েছে। সামনেই রয়েছে ইতিহাস পরীক্ষা। এরই মধ্যে উধাও হয়ে গেল পরীক্ষার্থী। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগেই উধাও সে। চিন্তায় পরিবার থেকে প্রতিবেশী সকলেই। পরিবার সূত্রে খবর, ইতিহাস পরীক্ষার উত্তরপত্র জেরক্স করাতে গিয়েছিল ওই পরীক্ষার্থী। তারপরই উধাও হয়ে যায় সে।

পরিবার সূত্রে খবর, নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রের নাম অর্কদ্যুতি সরকার। মাধ্যমিকের পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে বাড়ির বাইরে বেরিয়েছিল সে। সেই সময় বাড়ির সামনে থেকে উধাও হয়েছে যায় অর্কদ্যুতি। পরিবারের লোকজন খোঁজ শুরু করেন সব জায়গায়। বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়াগায়। পরিবারের দাবি, রবিবার CCTV ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই। কিন্তু তারপর থেকেই বেপাত্তা ছাত্র।

নিখোঁজ পড়ুয়ার মা ডলি সরকার বলেন, “সন্ধে সাতটার সময় আমায় বলল মা জেরক্স করব আমায় দশ টাকা দাও। আমি দিলাম। তারপর জেরক্স করেছে। কিন্তু আর বাড়ির দিকে এল না। অন্য রাস্তা ধরে চলে গেল। সিসিটিভিতে দেখলাম। ও তো মেধাবি পড়ুয়া। থানায় জানিয়েছি। পুলিশ এসেছে।”