Panchayat Election 2023: ‘মাটি’ হয়েছে চেষ্টা, পুনর্নির্বাচনের ঘোষণা হতেই মহাদেব বলছেন, ‘ব্যালট পেপার খেয়েছি কি না পরীক্ষা হোক’
Habra: ভোটের গণনার দিন ভুরকুণ্ডায় যা হয়েছে, তারপর আবার ভোটের কথা শুনে শোরগোল শুরু গ্রামে। এই পঞ্চায়েতের মধ্যে মূলত দু'টি বুথের তিন সদস্যর জন্য পুনরায় নির্বাচন হবে। মহাদেব মাটির কথায়, ভোটে হারার কারণে বিরোধীরা মিথ্যা নাটক করেছে।
উত্তর ২৪ পরগনা: ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল হাবড়ার ভুরকুণ্ডার তৃণমূল প্রার্থীর নামে। মহাদেব মাটি নামে সেই প্রার্থী জিতেওছেন। তবে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে আবারও ভোট হবে সেখানে। যদিও এই ব্যালট-গলাধঃকরণ নিয়ে ভুরকুণ্ডার মহাদেব বলছেন, তাঁর নামে ওঠা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। পরীক্ষা করলেই তো প্রমাণ হয়ে যায়, তিনি আদৌ এই ব্যালট পেপার খেয়েছেন কি না।
ভোটের গণনার দিন ভুরকুণ্ডায় যা হয়েছে, তারপর আবার ভোটের কথা শুনে শোরগোল শুরু গ্রামে। এই পঞ্চায়েতের মধ্যে মূলত দু’টি বুথের তিন সদস্যর জন্য পুনরায় নির্বাচন হবে। মহাদেব মাটির কথায়, ভোটে হারার কারণে বিরোধীরা মিথ্যা নাটক করেছে। মহাদেব বলেন, “এখন বলছে চারটে ব্যালট খেয়ে নিয়েছি। আগে বলেছিল ২৫টা ব্যালট খেয়ে নিয়েছে। এই যে প্রচারটা, আমি যখন জিতে যাচ্ছি ওরা সংবাদমাধ্যমের সামনে এসে এসব বলেছে। আমাকে তো পরীক্ষা করা দরকার। আমার পরীক্ষা করানো হোক। তাহলেই তো প্রমাণ হয়ে যাবে আমি ব্যালট খেয়েছি কি না। মানুষ রায় দিয়েছে, তাই জিতেছি। এসব অপপ্রচার চলছে।”
তবে আবারও ভোট হলে তিনিই যে জিতবেন, প্রত্যয়ী মহাদেব মাটি। বলেন, “আদালত যদি বলে ভোট হোক। আমার বদনাম থেকে আমি মুক্ত হই। চাই না এরকম বদনাম নিয়ে জিততে। ভালবেসে মানুষ ভোট দিয়েছেন, তাই জিতেছি। আর আমরাই তো সবক’টা স্তরেই জয়ী। পঞ্চায়েতে ২২টি আসন পেয়েছে। সিপিএম ১টায় জিতে কাজ করতে পারবে? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে জিতে আছি, গ্রামপঞ্চায়েতে জিতে আছি। আমার আবার হার কোথায়? আবার ভোট হলেও মানুষ আমাকেই ভোট দেবে।”
মহাদেব মাটির দাবি খারিজ করেছেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তিনি বলেন, পুনরায় ভোট হলে তিনি আরও অনেক বেশি ভোটে জয়লাভ করবেন। ব্যালট খাওয়ার অভিযোগ নিয়ে চারিদিকে শোরগোল পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে ঘটনা ঘটেছে, সেটা না হলেই ভাল হত। তবে তাঁরা পুনরায় ভোট দিতে প্রস্তুত।