Murder: টালি খুলে নিজের ঘরে ঢুকে স্ত্রীর গলা কেটে চম্পট দিল স্বামী, পরকীয়ার জের? শোরগোল হালিশহরে

Murder: জোৎস্না দেবীর পুত্রবধূ বলছেন, এই প্রথম নয়, আগও একাধিকবার তাঁর শাশুড়ির গায়ে হাত তুলেছেন শ্বশুর। মাথায়-হাতে সেলাইও পড়ে। তিনি বলছেন, “কালীপুজোর আগেও আমার শাশুড়িকে মেরেছিল। মাথায় আর হাতে সেলাই পড়েছিল।

Murder: টালি খুলে নিজের ঘরে ঢুকে স্ত্রীর গলা কেটে চম্পট দিল স্বামী, পরকীয়ার জের? শোরগোল হালিশহরে
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 10, 2025 | 2:11 PM

হালিশহর: ভোর রাতে টালি খুলে নিজের ঘরে ঢুকে নিজেরই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পালিয়ে গেলেও নিস্তার পেল না অভিযুক্ত। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনা হালিশহরের ভূতবাগান এলাকায়। অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় নিজের ছেলেকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলের (৫০) বিরুদ্ধে। মৃত্যু হয়েছে তঁর স্ত্রী জ্যোৎস্না মণ্ডলের (৪৫)। 

জোৎস্না দেবীর পুত্রবধূ বলছেন, এই প্রথম নয়, আগও একাধিকবার তাঁর শাশুড়ির গায়ে হাত তুলেছেন শ্বশুর। মাথায়-হাতে সেলাইও পড়ে। তিনি বলছেন, “কালীপুজোর আগেও আমার শাশুড়িকে মেরেছিল। মাথায় আর হাতে সেলাই পড়েছিল। আজ রাতে আড়াইটে নাগাদ উনি টালি খুলে ঘরে ঢুকেছিলেন। সেখান দিয়ে ঢুকে খুন করে দিয়ে চলে গিয়েছে।” তাঁর দাবি, এদিন রাতের অন্ধকারেই টালি খুলে ভিতরে ঢুকেছিলেন তাঁর শ্বশুর। তিনি বলছেন, “আমি ভোরবেলা উঠে দেখছি টালি খোলা। তারপর ঘরে ঢুকে ওকে তুলতে যাই। দেখি উঠছি না। তারপর গলার দিকে নজর যেতে দেখি গলা কাটা।” যদিও বিবাহবর্হিভূত সম্পর্কের কথা উঠতেই তিনি বলছেন, “আমার শাশুড়ির স্বভাব-চরিত্র ভাল ছিল। কিন্তু শ্বশুরের ছিল না। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল।” যদিও তা থেকে কোনও সমস্যা কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

এদিনই ধৃতকে তোলা হচ্ছে আদালতে। হেফাজতে নিয়ে খুনের উদ্দেশ্য নিয়ে তথ্য পেতে চাইছে পুলিশ। এক তদন্তকারী পুলিশ আধিকারিক বলছেন, “গলার পিছন দিকটা কাটা অবস্থায় ছিল। কীভাবে ঘটনটা ঘটল আমরা তার পুর্ননির্মাণ করব। ইতিমধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। আজই কোর্টে তোলা হচ্ছে। ৭ দিনের জন্য হেফাজতে নিতে আবেদন করব। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব কেন খুন করা হয়েছে।”