Man shot in Jagatdal: অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গীকে একের পর এক গুলি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু

Jagaddal Firing: রাজ্যে গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। যা নিয়ে চলছে চাপানউতোর। কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে স্থানীয় তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুন হন। দুটি ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি।

Man shot in Jagatdal: অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গীকে একের পর এক গুলি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2023 | 11:54 AM

জগদ্দল:  জয়নগর, আমডাঙার পর এবার জগদ্দল। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী। মঙ্গলবার অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের ছায়াসঙ্গী ভিকি যাদবকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ভিকি যাদবের বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে এগারো রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিকিকে। সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ভিকির। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

রাজ্যে গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। যা নিয়ে চলছে চাপানউতোর। কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে স্থানীয় তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুন হন। দুটি ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি।

এই পরিস্থিতিতে এদিন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ভিকি যাদবের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অর্জুন সিংয়ের ভাইপো সৌরভের ছায়াসঙ্গী ভিকি। অর্জুন সিং তৃণমূলে ফিরে আসার পর ভিকিকে শাসকদলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিকি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। বাইকে চেপে তিন দুষ্কৃতী আসে। ভিকিকে তাঁর নাম জিজ্ঞাসা করে। ভিকি নিজের নাম বলতেই তাঁকে লক্ষ্য করে ১১ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভিকির গায়ে ৯টি গুলি লাগে। গুলি চালানোর পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। রাস্তাতেই লুটিয়ে পড়েন সৌরভের ছায়াসঙ্গী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ভিকির।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে, নাকি অন্য কোনও কারণে হামলা, তা নিয়ে জল্পনা বাড়ছে। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।