Bagda: লুকিয়ে ভারতে ঢুকে পড়েছিল, এবার ‘ঝাঁকে-ঝাঁকে’ বাংলাদেশিরা বাড়ি ফিরতে গিয়েই পড়ছে ‘বিপদে’

Bangladesh: জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ শনিবার সকালে টহলদারি করছিল। সেই সময় পুরদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে তিন ভারতীয় দালাল ও ৬ বাংলাদেশি শিশু এবং মহিলা-সহ পাঁচ বাংলাদেশিকে আটক করে।

Bagda: লুকিয়ে ভারতে ঢুকে পড়েছিল, এবার ঝাঁকে-ঝাঁকে বাংলাদেশিরা বাড়ি ফিরতে গিয়েই পড়ছে বিপদে
বাংলাদেশি গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2025 | 8:41 PM

বাগদা: পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। পাল্টা পাকিস্তান যখন আক্রমণ শানাতে এসেছে ভারতে, তখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই আবহের মধ্যেই এবার লুকিয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে গিয়ে ধরা পড়ল পুলিশের হাতে। বস্তুত, এরা আগে নদিয়ায় ধরা পড়েছিল ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারপর আবার ১৬ জন বাংলাদেশি ধরা পড়েছিল।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ শনিবার সকালে টহলদারি করছিল। সেই সময় পুরদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে তিন ভারতীয় দালাল ও ৬ বাংলাদেশি শিশু এবং মহিলা-সহ পাঁচ বাংলাদেশিকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। গুজরাটে কাজ করত।

ধৃতরা চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। ফের চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্যই বাগদায় এসেছিল। তিন ভারতীয় দালালকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ আদালতে তুলেছে পুলিশ। উল্লেখ্য, পাকিস্তানের মূলত টার্গেট ছিল কাশ্মীর, পঞ্জাব, গুজরাট, রাজস্থানের মতো পাক-সীমান্তবর্তী এলাকাগুলি। লাগাতার এই সব এলাকায় হামলা চালিয়ে গিয়েছে তারা। পাল্টা জাবাব পেয়ে গিয়েছে ভারতের কাছে। এদিকে, যুদ্ধের আবহের মধ্যেই যে সকল বাংলাদেশি বেআইনিভাবে ভারতে লুকিয়ে ছিল, তাঁরাই এবার প্রাণভয়ে নিজের দেশে ফিরতে মরিয়া। এদিকে বর্ডারগুলিতেও এখন কড়া প্রহরা। ফলে লুকিয়ে লুকিয়ে দেশে ফেরা আর হল না তাদের।