
স্বরূপনগর: পরিযায়ী শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর সেই প্রেমিককে বিয়েও করে নাবালিকা। তবে পরিবারের দাবি, ছেলেটি ফুঁসলিয়ে মেয়েটিকে নিয়ে যায়। এরপর শারীরিক সম্পর্ক তৈরি করে। এই ঘটনায় নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেফতার করে যুবককে।
ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকায়। সেখানেই থাকেন ওই যুবক। তবে পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। কয়েক মাস আগে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়।
জানা গিয়েছে, গত দশদিন আগে ওই নাবালিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ওই যুবক। বিষয়টি নাবালিকার বাবা-মা জানতে পারলে তারা স্বরূপনগর থানায় নাবালিকাকে বিয়ে এবং নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।
পকশো আইন রজু করে ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
এ দিকে, এই স্বরূপনগর থেকেই একের পর এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। কখনও ভুয়ো নথি দেখিয়ে ঢোকার চেষ্টা করে, কখনও বা রাতের অন্ধকারে লুকিয়ে। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিএসএফ-এর হাতে ধরা পড়ে কেউ-কেউ। আর কেউ গ্রেফতার হয় পুলিশের হাতে।