Minakhan: কাজের খোঁজে এক সঙ্গে পাড়ি দিয়েছিল, মিনাখাঁর ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ

Minakhan: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৬ শিশুর মধ্যে একজনের বাড়ি সন্দেশখালি খানা এলাকায় , দু'জনের ন্যাজাট থানা এলাকায়, বাকি তিন জনের মিনাখাঁয়। পরিবারের সঙ্গে মিনাখার একটি ইটের ভাটাতে থাকত। তারা একসঙ্গে খেলা করত।

Minakhan: কাজের খোঁজে এক সঙ্গে পাড়ি দিয়েছিল, মিনাখাঁর ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ
উদ্ধার নাবালকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 29, 2025 | 5:06 PM

উত্তর ২৪ পরগনা:  এক সঙ্গে নিখোঁজ হওয়া ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ।  গত সাত দিন আগে মিনাখাঁ থানা এলাকার একটি ইটের ভাটা থেকে ৬ টি শিশু এক সঙ্গে নিখোঁজ হয়ে যায় । এরপর তাদের পরিবারের লোকজন মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে মিনাখাঁ এইচডিপিও একটি টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয় । তদন্তে নেবে পুলিশ অন্ধ্রপ্রদেশের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে এই ৬ নাবালককে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৬ শিশুর মধ্যে একজনের বাড়ি সন্দেশখালি খানা এলাকায় , দু’জনের ন্যাজাট থানা এলাকায়, বাকি তিন জনের মিনাখাঁয়। পরিবারের সঙ্গে মিনাখার একটি ইটের ভাটাতে থাকত। তারা একসঙ্গে খেলা করত। বাবা মায়েরা ওই ইটভাটাতে কাজ করত। কিন্তু বাবা-মায়ের ভাল আয় হত না, এই ভেবে বাচ্চাগুলো নিজেরাই প্ল্যান করে তারা বাইরে গিয়ে বেশি টাকার কাজ খুঁজবে।

এরপর তারা একসঙ্গে অন্ধ্রপ্রদেশ চলে যায়। পুলিশ তাদের অন্ধ্রপ্রদেশের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে উদ্ধার করেছে। তবে ওই শিশুগুলো একসঙ্গে কীভাবে ওতদূর চলে গেল, তাদের কেউ সাহায্য করেছিল কিনা, তারা কোনও চক্রের খপ্পরে পড়েছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।