Shantanu Thakur: পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মণ্ডল সভাপতি, তাঁর বাড়িতেই শান্তনু ঠাকুর

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Jun 28, 2024 | 11:18 PM

Bagdah: বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মণ্ডল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সমীর বিশ্বাস। যদিও সে পদত্যাগপত্র গৃহীত হয়নি। বরং তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন জেলা সভাপতি। তবে পদে থেকে গেলেও সমীরকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি। এবার তাঁর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী।

Shantanu Thakur: পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মণ্ডল সভাপতি, তাঁর বাড়িতেই শান্তনু ঠাকুর
বাগদায় শান্তনু ঠাকুর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: বাগদায় উপনির্বাচন হবে। বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় একুশের বিধানসভা ভোটে জয়ী হন বিশ্বজিৎ দাস। যদিও পরে তিনি আবার তৃণমূলে ফিরে যান। তবে লোকসভা ভোটে বনগাঁ থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় বাগদার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন। তার জেরেই এবার এখানে উপনির্বাচন। এই উপভোটের আবহে বাগদা ব্লকের কনিয়ার-১ গ্রামপঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বাগদা-২ মণ্ডল সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার সন্ধ্যায় সেখানে যান তিনি। সাংসদকে সামনে পেয়ে স্থানীয় বিজেপি কর্মীদের আবেদন, ভোটের পর তাঁদের নিরাপত্তার দিকটা যেন দল দেখে। একইসঙ্গে ২০২৬ সালে ভূমিপুত্রকে বাগদা কেন্দ্রে প্রার্থী করারও আবেদন করেন।

বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মণ্ডল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সমীর বিশ্বাস। যদিও সে পদত্যাগপত্র গৃহীত হয়নি। বরং তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন জেলা সভাপতি। তবে পদে থেকে গেলেও সমীরকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি। এবার তাঁর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী।

শান্তনু ঠাকুর বলেন, “সমীরদার বাড়িতে আছি। এখানে কর্মীদের সঙ্গে কথা হল। আগামিদিনে যে উপনির্বাচন আছে কীভাবে এগোব, তা নিয়ে কথা হল। সব জায়গাতেই ভোটের পর হিংসা হয়েছে। আমি মনে করি বনগাঁয় তুলনামূলকভাবে নিরাপদ আছেন। আশা করি এবারের ভোটও সুষ্ঠুভাবেই হবে। সমীরদার শরীর খারাপ। তাই ওনাকে দেখতে এসেছি।” অন্যদিকে সমীরের সরে দাঁড়াতে চাওয়ার খবরকে আমল দিতে চাননি শান্তনু। বলেন, বড় পরিবারে অনেক কিছুই হয়। আর দলীয় প্রার্থীর হয়ে ভোটপ্রচারে না বেরোনোর কারণ হিসাবেও সমীর এই অসুস্থতার কথাই বলেন।

তবে বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নিরূপম রায়ের বক্তব্য, বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতা শুধু সময়ের অপেক্ষা। একইসঙ্গে তিনি বলেন, জিততে পারবে না বলেই তৃণমূলের ঘাড়ে সন্ত্রাসের অভিযোগ ঠেলছে বিজেপি।

Next Article