
উত্তর ২৪ পরগনা: কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। তাতে গ্রেফতার নাবালক। সোমবার কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে মাটিয়াতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের উপপ্রধানের গাড়ি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। তুলকালাম পরিস্থিতি তৈরি হয় তাতে। মঙ্গলবার এক নাবালককে গ্রেফতার করা হয়। মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিথুলিয়া গ্রামে রিয়াজ মন্ডল নামে কলেজ পড়ুয়ার দেহ উদ্ধার হয়। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
সিঁথুলিয়া একটি আম বাগানের ভেতরে এক পরিত্যক্ত ডোবায় রিয়াজের দেহ উদ্ধার করে গ্রামের মানুষ। এই ঘটনায় রিয়াজ নিখোঁজ হওয়ার পর অভিযোগের ভিত্তিতে গতকাল সন্দেহভাজন দুজনকে আটক করেছিল মাটিয়া থানার পুলিশ। কিন্তু স্থানীয় তৃণমূলের উপপ্রধান পিন্টু মন্ডল তাঁদের ছাড়িয়ে নিয়ে আসেন থানা থেকে । তারপর রিয়াজের দেহ উদ্ধার হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয় ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপর উপপ্রধান পিন্টু মন্ডল গেলে তাঁর বাড়ি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । ঘটনায় এদিন ওই নাবালককে গ্রেফতার করে। বসিরহাট আদালতে পেশ করা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেয়।