Arjun Singh: অর্জুনকে ‘চুপ’ থাকতে বলেছেন সুব্রত বক্সি, কারণ জানালেন সাংসদ নিজেই

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 26, 2023 | 5:19 PM

Arjun Singh: সম্প্রতি জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার হন অর্জুন সিং-এর ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পু। তিনি গ্রেফতার হওয়ার পর সোমনাথ সরাসরি অভিযোগ করেন ভিকি খুনের মাস্টার মাইন্ড হলেন অর্জুন।

Follow Us

ব্যারাকপুর: বিধায়ক বলছেন সাংসদ ‘পাগল’। সাংসদ বলছেন বিধায়ক ‘শ্যামাপোকা।’ গত কয়েকদিন ধরে শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিল দুই নেতার বাক-যুদ্ধ। একজন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, অন্যজন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। দাপুটে নেতা অর্জুনের দিকে খুনের দায় পর্যন্ত ঠেলে দিতে শোনা গিয়েছিল সোমনাথ শ্যামকে। সেই অর্জুন সিং হঠাৎ চুপ। পাল্টা আক্রমণ করাও বন্ধ করে দিয়েছেন। কিন্তু কেন? দলের নির্দেশে? মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেই নিজেই সেই কারণ জানালেন অর্জুন।

আসলে অর্জুন ও সোমনাথের বাকযুদ্ধের রাশ টেনেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, বিধায়কের ব্যাপারে দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন সুব্রত বক্সি। অর্জুন বলেন, আমি আর এ বিষয়ে কথা বলব না। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। দলে শৃঙ্খলা ভেঙেছেন, তার জন্য দলই ব্যবস্থা নেবে। সেই কারণেই আর কোনও আক্রমণের পথে হাঁটতে চাইছেন না অর্জুন।

তবে বিধায়ক সম্পর্কে এদিন অর্জুন সিং বলেন, “দলের ক্ষতি করছে এরা। আমাকে বিজেপির থেকে তৃণমূলে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তাঁদেরই চ্যালেঞ্জ করছে। দলকে চ্যালেঞ্জ করছে। দলের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ বুঝে নেবে।”

উল্লেখ্য, সম্প্রতি জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার হন অর্জুন সিং-এর ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পু। তিনি গ্রেফতার হওয়ার পর সোমনাথ সরাসরি অভিযোগ করেন ভিকি খুনের মাস্টার মাইন্ড হলেন অর্জুন। তিনি দাবি করেন, ভাইপো কাকার নির্দেশ ছাড়া কাজ করে না। তারপরই ফুঁসে ওঠেন ব্যারাকপুরের সাংসদ।

ব্যারাকপুর: বিধায়ক বলছেন সাংসদ ‘পাগল’। সাংসদ বলছেন বিধায়ক ‘শ্যামাপোকা।’ গত কয়েকদিন ধরে শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিল দুই নেতার বাক-যুদ্ধ। একজন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, অন্যজন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। দাপুটে নেতা অর্জুনের দিকে খুনের দায় পর্যন্ত ঠেলে দিতে শোনা গিয়েছিল সোমনাথ শ্যামকে। সেই অর্জুন সিং হঠাৎ চুপ। পাল্টা আক্রমণ করাও বন্ধ করে দিয়েছেন। কিন্তু কেন? দলের নির্দেশে? মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেই নিজেই সেই কারণ জানালেন অর্জুন।

আসলে অর্জুন ও সোমনাথের বাকযুদ্ধের রাশ টেনেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, বিধায়কের ব্যাপারে দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন সুব্রত বক্সি। অর্জুন বলেন, আমি আর এ বিষয়ে কথা বলব না। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। দলে শৃঙ্খলা ভেঙেছেন, তার জন্য দলই ব্যবস্থা নেবে। সেই কারণেই আর কোনও আক্রমণের পথে হাঁটতে চাইছেন না অর্জুন।

তবে বিধায়ক সম্পর্কে এদিন অর্জুন সিং বলেন, “দলের ক্ষতি করছে এরা। আমাকে বিজেপির থেকে তৃণমূলে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তাঁদেরই চ্যালেঞ্জ করছে। দলকে চ্যালেঞ্জ করছে। দলের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ বুঝে নেবে।”

উল্লেখ্য, সম্প্রতি জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার হন অর্জুন সিং-এর ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পু। তিনি গ্রেফতার হওয়ার পর সোমনাথ সরাসরি অভিযোগ করেন ভিকি খুনের মাস্টার মাইন্ড হলেন অর্জুন। তিনি দাবি করেন, ভাইপো কাকার নির্দেশ ছাড়া কাজ করে না। তারপরই ফুঁসে ওঠেন ব্যারাকপুরের সাংসদ।

Next Article