
গোপালনগর: বাঙালি বলেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফের এমনই অভিযোগ উঠল। অভিযোগ তুলল রাজ্যের আরও এক পরিবার। তাদের মেয়ে কর্মসূত্রে মুম্বইয়ে রয়েছেন। তাঁকেই বাংলাদেশি বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সুন্দরপুর খাবরাপোতার বাসিন্দা পারভিনা বিবি। ২০-২৫ দিন আগে মুম্বইতে পরিচারিকার কাজে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে গত ২৪ জুলাই তাঁকে আটক করে নিয়ে যায় মুম্বইয়ের অম্বরনাথ থানার পুলিশ। পরিবারের দাবি, বাংলায় কথা বলায় পারভিনাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। তাই পারভিনা আটক করেছে পুলিশ।
গোপালনগর থানার পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়েছে ইতিমধ্যেই। তাদের কাগজপত্র দেখতে চায় পুলিশ। গোপালনগর থানার পুলিশকে সমস্ত কাগজপত্র দেখানোর পর রাতে গোপালনগর থানার পুলিশের সহযোগিতায় পারভিনাকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ।
পারভিনা বিবির বাবা বলেন, “আমরা এখানকার বাসিন্দা। মুম্বইতে বাংলায় কথা বলায় মেয়েকে পুলিশ ধরেছে। গোপালনগর থানার পুলিশ কাগজপত্র দেখানোর পর ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা আতঙ্কে রয়েছি, আবার যদি ধরে। সেই কারণে মেয়েকে বলেছি বাড়ি চলে আসতে। ওরকম কাজের দরকার নেই।”
এই ঘটনায় প্রতিবেশীরাও রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের দাবি, এতদিন ধরে বাংলায় থাকার পরও যদি এভাবে পুলিশ হেনস্থা করে, তাহলে তা খুবই দুঃখের। দলিল থেকে শুরু করে পরিবারের সদস্যদের ভোটার কার্ডও নেওয়া হয়। তারপরই ছাড়া হয়েছে পারভিনাকে।
দেশের একাধিক রাজ্য থেকে একই অভিযোগ সামনে এসেছে। সোমবারও এই অভিযোগ তুলে সরব হন মমতা।