
সোদপুর: সোদপুরে দম্পতির মৃত্যু ঘিরে রহস্য। এদিন নাটাগড়ে তাঁদের নিজেদের বাড়ি থেকেই দেহ উদ্ধার করে ঘোলা থানার পুলিশ। মৃত্যু হয়েছে শেখর সামন্ত (৬৫) ও তাঁর স্ত্রী মনিকা সামন্তর (৫৭)। তাঁদের মৃত্যু ঘিরেই জোরদার চাপানউতোর এলাকায়। প্রাথমিত তদন্তে পুুলিশের অনুমান তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের।
আত্মহত্যা করলেও কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তা ভাবাচ্ছে পুলিশকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। খবর শুনে হতবাক এলাকার বাসিন্দারা। জানাজানি হতেই একেবারে শোরগোল পড়ে যায়। শোকে পাথর পরিবারের সদস্যরাও। কান্নায় ভেঙে পড়েছেন শেখরবাবুর ভাইও।
ভাইপো জানাচ্ছেন তাঁর জেঠু-জেঠিমার আর্থিক সমস্যা চলছিল। নার্ভের ওষুধও খেতে হত। তা নিয়ে চিন্তায় ছিলেন। কিন্তু, তাঁরা যে কখনও আত্মহত্য়ার সিদ্ধান্ত নিতে পারেন তা ভাবতে পারছেন না কেউই। তবে নেপথ্যে কোনও পারিবারিক বিবাদ রয়েছে নাকি অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও। এদিনই দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন দেখার রিপোর্টে কী আসে!