Naihati: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও ২, এখনও অধরা মূল অভিযুক্ত

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 07, 2025 | 9:58 PM

Naihati: গত বুধবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকায় স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ গভীর রাতে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উপেন দাস ওরফে উপেন তাঁতি ও রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে।

Naihati: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও ২, এখনও অধরা মূল অভিযুক্ত
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ২
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  নৈহাটিতে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। এই নিয়ে মোট চারজন পুলিশকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত রাজেশ এবং তাঁর দলবল অধরা। গত বুধবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকায় স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ গভীর রাতে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উপেন দাস ওরফে উপেন তাঁতি ও রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে।

বৃহস্পতিবার আসামিদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। উপেন, আকাশ, অক্ষয় ও রঞ্জিতকে নিয়ে নৈহাটি থানার সন্তোষ যাদব খুনের মামলায় এখনও পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজ চলছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় খুন হন এক তৃণমূল কর্মী।  টোটো করে যাওয়ার সময় বাইক নিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের উপর হামলা চালায় ৬ দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তারা দুটি বাইকে এসেছিল। তার মধ্য়ে একটি বাইকে বসা তিনজনের মধ্যে মূল অভিযুক্ত রাজেশ সাউ ছিল মাঝে, তার পিছনে বসেছিল ধৃত রঞ্জিত সাউ। সন্তোষকে টোটো থেকে নামিয়ে রাস্তায় ফেলে ইট দিয়ে থেঁতলে খুনের পর চম্পট দেয় তারা।