Barrackpore: লালবাতি গাড়ি করে মাঝেমধ্য়েই আসছে ওরা! কখনও দিঘায়, কখনও তারাপীঠে পালিয়ে বেড়াচ্ছেন সুমিত-স্বাতীলেখা

Barrackpore: গত ১৮ এপ্রিল একটি মন্দির বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু নবদম্পতির পক্ষে বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে। তাঁদের অভিযোগ, বন্দুক নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে। এমনকী, তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এই নব দম্পতিকে।

Barrackpore: লালবাতি গাড়ি করে মাঝেমধ্য়েই আসছে ওরা! কখনও দিঘায়, কখনও তারাপীঠে পালিয়ে বেড়াচ্ছেন সুমিত-স্বাতীলেখা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 06, 2025 | 9:21 AM

ব্যারাকপুর: চেক দেওয়াই কাল হয়েছিল। পরিষেবা না নেওয়া সত্ত্বেও এখন চলছে জোরজুলুম। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা স্বাতীলেখা বন্দ্যোপাধ্যায়। গত ২২ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে। সেই মতো বাড়িতে ইন্টিরিয়ার ডেকরেশন করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই কাজের জন্য বেহালার শিবাজি সিং কোম্পানির সঙ্গে কথা হয়েছিল তাঁদের।

শিবাজি সিং-কে এক লক্ষ টাকার একটা চেকও কেটে দেন স্বাতীলেখা ও সুমিত। কিন্তু হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায়। এরপর সেই চেক ফেরত দিতে বলেন স্বাতীলেখা। কিন্তু সেই চেক ফেরত না দিয়ে উল্টে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এরই মধ্যে গত ১৮ এপ্রিল একটি মন্দির বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু নবদম্পতির পক্ষে বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে। তাঁদের অভিযোগ, বন্দুক নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে। এমনকী, তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এই নব দম্পতিকে।

আতঙ্ক থেকে বাঁচতে আজ দিঘা, কাল তারাপীঠ চলে যাচ্ছে ওই দম্পতি। কখনও ভিন্ন রাজ্যেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনও সুরাহা মেলেনি। উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলেছেন বলে দাবি দম্পতির। তাদের বক্তব্য, তারা যখন কোনও পরিষেবা নেয়নি, তখন তারা শিবাজি সিং-কে কেন টাকা দেবে?

এমনকী সিবিআই সেজে, লালবাতি লাগানো গাড়ি করে এসেও হুমকি দেওয়া হচ্ছে! CCTV ক্যামেরার সে সব ছবি পুলিশকে দেওয়া হয়েছে। তারপরও প্রাণসংশয় কাটেনি বলে অভিযোগ।