
ইছাপুর: ট্রাম্প সরকারের কড়া শুল্কনীতির প্যাঁচে পড়েছে নরেন্দ্র মোদীর ভারত। ‘বন্ধু’ ভারত থেকে ৫০ শতাংশ শুল্ক নিতে চলেছে আমেরিকা। তা নিয়ে ভারত তো বটেই বিশ্ব আঙিনায় যখন চাপানউতোর চলছে তখন বড় খবরটা এল ইছাপুর থেকে। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতেই এবার থেকে তৈরি হবে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল। যা আগে কিনতে হতো চিন থেকে। তা এবার তৈরি হতে চলেছে ভারতের মাটিতেই। এ ক্ষেত্রে বলে রাখা ভাল সমরাস্ত্র তৈরি, জাহাজ তৈরিতে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোলের ব্যাপক চাহিদা।
ভারতে এই বিশেষ প্রোডাক্ট বিক্রি করে চিন প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য করতো। কিন্তু, এবার তা ভারতের মাটিতে তৈরি হওয়ায় ভারতের উপকার তো হবেই একইসঙ্গে গোটা বিশ্বেই খুলে যেতে পারে বাণিজ্যের দরজা। এমনই মত ওয়াকিবহাল মহলের বড় অংশের।
ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পি তে পট্টনায়েক বলছেন, এরফলে আত্মনির্ভর ভারতের ভীত আরও শক্তিশালী হবে। শুধু ভারত নয়, এখন থেকে তাঁরা গোটা বিশ্ব থেকেই অ্যালয় স্টিলের অর্ডার পেতে পারেন। এতে দেশ যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনই নতুন কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
এই অ্যালয় স্টিল হুইলের মাধ্যমে আয়রন বার পেস্ট তৈরি করা হয়। তা থেকে বড় বড় আয়রন শিট তৈরি হয়। এই স্টিল শিট রকেটের খোল, রকেট লঞ্চার, জাহাজ তৈরির কাজে লাগে। ভারতীয় সেনা থেকে শুরু ভারতের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এতদিন চিন থেকে এই বিশেষ স্টিল আমদানি করতে। কিন্তু অপেক্ষা করতে হবে না চিনের জন্য।