North 24 Parganas: প্রেম দিবসে নৌকা বিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের

North 24 Parganas: শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০ জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন সরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটো নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন।

North 24 Parganas: প্রেম দিবসে নৌকা বিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের
নৌকা বিহারে গিয়ে ডুবে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 14, 2025 | 9:30 PM

উত্তর ২৪ পরগনা: পিকনিকে বন্ধুদের সঙ্গে নৌকা বিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের।  ঘটনাটি ঘটেছে ডুমার বাওড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সরজিৎ সাহা। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃতু হয় তাঁর। সরজিৎ গাইঘাটা থানার চাঁদপাড়া দেবীপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০ জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন সরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটো নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ বাওড়ে তাঁরা লক্ষ্য করেন, তাঁদের নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সেই সময় আতঙ্কিত হয়ে কয়েকজন নৌকা থেকে লাফ দেন। হুড়োহুড়িতে ডুবে যায় নৌকা।

বন্ধুদের দাবি, সরজিৎ সাঁতার না জানায় জলে ডুবে যেতে থাকেন। তখন তাঁকে বাকিরা উদ্ধার করে বাওড়ের পাড়ে নিয়ে আসেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।