North 24 Parganas: ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ, গ্রেফতার

North 24 Parganas: উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারে রাজকুমার বড়ুইয়ের প্রসাধনী দ্রব্য ও অনলাইনের দোকান হানা দেয়। পুলিশ তল্লাশি চালিয়ে দোকান থেকে তার কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ৬ টি ভুয়ো আধার কার্ড উদ্ধার করে ।

North 24 Parganas: ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ, গ্রেফতার
গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2025 | 4:29 PM

উত্তর ২৪ পরগনা: প্রসাধনী দ্রব্য ও অনলাইনের দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানা পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার ৬ টি ভুয়ো আধার কার্ড ও কম্পিউটারে থাকা আধার কার্ডের নমুনা। ধৃতের নাম রাজকুমার বারুই। রাজকুমার বিজেপি কর্মী হিসেবে পরিচিত দাবি তৃণমূলের । অভিযোগ অস্বীকার বিজেপির ।

অভিযোগ, বাংলাদেশ থেকে আসা ওদেশের বাসিন্দাদের ভারতীয় বাসিন্দার নথিপত্র ব্যাবহার করে সেই ছবি বদলে ওখানে ঠিকানা দিয়ে বাংলাদেশি বাসিন্দার আধার কার্ড ভোটার কার্ড এসব তৈরি করত রাজকুমার ।

উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারে রাজকুমার বড়ুইয়ের প্রসাধনী দ্রব্য ও অনলাইনের দোকান হানা দেয়। পুলিশ তল্লাশি চালিয়ে দোকান থেকে তার কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ৬ টি ভুয়ো আধার কার্ড উদ্ধার করে । অভিযুক্ত রাজকুমার বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় অন্যের আধার কার্ডের ছবি পরিবর্তন করে আধার কার্ড বানানো হতো বলে পুলিশ সূত্রে খবর । পরবর্তীতে দোকান মালিক রাজকুমার বাড়ুইকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতকে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “রাজকুমার বারুই বনেশ্বরপুর বাজারে দোকান থেকে বাংলাদেশ থেকে আসা মানুষদের ভুয়ো অধারকার্ড বানিয়ে দিত। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তাঁদেরকেও বের করা হোক।”

এই বিষয়ে বনগাঁ জেলা যুব মোর্চার সভাপতি রাজীব রায় বলেন, “কোনও অন্যায়কে বিজেপি প্রশ্রয় দেয় না। যে ব্যক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে আমরা খতিয়ে দেখছি সে আদতে বিজেপি করে কিনা । তৃণমূল কংগ্রেসের নীচু তলা থেকে উঁচুতলা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত।”