North 24 Parganas: আবাসের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি দাবি, গ্রেফতার সাইবার ক্যাফের মালিক

North 24 Parganas: নিমাইয়ের বয়ান অনুযায়ী, এই সপ্তাহেই আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে ঢোকে। অভিযোগ,  টাকা ঢোকার পরই যিনি তাঁকে সাহায্য করেছিলেন অর্থাৎ ওই সাইবার ক্যাফের মালিক অপু তাঁর কাছে ২০ হাজার টাকা  দাবি করেন ।

North 24 Parganas: আবাসের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি দাবি, গ্রেফতার সাইবার ক্যাফের মালিক
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 18, 2025 | 7:58 PM

উত্তর ২৪ পরগনা: আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা নেওয়ার এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করল গোপালনগর থানা পুলিশ । উত্তর ২৪ পরগনার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের পানপাড়ার বাসিন্দা নিমাই সরকার শনিবার গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিমাইয়ের বয়ান অনুযায়ী, এই সপ্তাহেই আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে ঢোকে। অভিযোগ,  টাকা ঢোকার পরই যিনি তাঁকে সাহায্য করেছিলেন অর্থাৎ ওই সাইবার ক্যাফের মালিক অপু তাঁর কাছে ২০ হাজার টাকা  দাবি করেন ।

নিমাইয়ের আরও অভিযোগ, অপু অবৈধভাবে ভোটার লিস্টে নাম তোলার কাজ করেন এবং জাল ভোটার চক্র সঙ্গেও তিনি জড়িত। অভিযোগ পেয়ে অপু কুমার রায়কে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন,  “অপু অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার কাজ করে বলে আমরাও জানতে পেরেছি । এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।”