
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের বাসিন্দা ভারতের ভোটার শুধু তাই নয়, মায়ের সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান ৬ বছর! ভয়ঙ্কর তথ্য় সামনে এনে দাবি বিজেপির!বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি তথা বনগাঁ পৌরসভার বিরোধী কাউন্সিলর দেবদাস মণ্ডল বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে দাবি করেন ,গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা জাহিদ খান এবং তাঁর পরিবারের সদস্যরা আসলে বাংলাদেশের বাসিন্দা। তবে তাঁদের এখানেও ভোটার কার্ড রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জাহিদ খানের স্ত্রী ময়না খাঁ, যার বয়স ভোটার তালিকায় ২৬ বছর। এবং তার মেয়ে মিতা খাঁ’র বয়স ভোটার তালিকায় ২০ বছর, ছেলে সিরাজ খাঁর বয়স ভোটার তালিকায় ১৮ বছর।
দেবদাস মণ্ডলের প্রশ্ন, “কী করে মায়ের সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান ৬ বছর হতে পারে। জাহিদ এবং তার পরিবার বাংলাদেশ থেকে ভারতে এসে ভোটার হয়েছে।”
যদিও জাহিদের স্ত্রী ময়না খাঁ-এর দাবি, “আমি ভারতীয় কিন্তু তার স্বামী বাংলাদেশের বাসিন্দা। অনেক ছোটবেলায় আমার স্বামী ভারতে চলে এসেছেন। বিয়ের পরে ময়নার বাবাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন।” তবে ভোটার তালিকায় সন্তানের সঙ্গে তার বয়সের ব্যবধান প্রসঙ্গে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, “প্রচারের জন্য এসব কথা বলছে। নির্বাচন কমিশন রয়েছে তো এই কাজের জন্য। আমরা বাড়ি বাড়ি সার্ভে করে করছি তো! ৭ নম্বর ফর্ম রয়েছে।”