North 24 Parganas: নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন, মন্ত্রী শশী পাঁজার PA পরিচয় দিয়ে হুমকি, প্রতারণার অভিযোগ, গ্রেফতার

North 24 Parganas: কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছিলেন  রাজ। এমনকি পুলিশ আধিকারিকদেরও এই পরিচয় দিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।

North 24 Parganas: নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন, মন্ত্রী শশী পাঁজার PA পরিচয় দিয়ে হুমকি, প্রতারণার অভিযোগ, গ্রেফতার
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2025 | 2:52 PM

উত্তর ২৪ পরগনা: মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জলে গ্রেফতার রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর কলকাতার এক ব্যক্তি। আটক নীল বাতি লাগানো একটি চারচাকা গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছিলেন  রাজ। এমনকি পুলিশ আধিকারিকদেরও এই পরিচয় দিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।

অভিযোগস  মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন রাজ। বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় নীল রঙের একটি চারচাকা গাড়িতে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে, তাঁদের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিকে ধরে কদম্বগাছি ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জানা গিয়েছে, রাজের সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও সম্পর্কই নেই। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের প্রতারণা, টাকা তুলতেন বলে অভিযোগ। ইতিমধ্যেই কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।