Bangladeshi: কী কাণ্ড! খাস কলকাতায় বসে কি না কাজ? ইকোপার্ক থেকে গ্রেফতার বাংলাদেশি জিয়াউদ্দিন

Rahara: পুলিশ সূত্রে খবর, নিউটাউন ইকোপার্কের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশিকে। অভিযুক্তের নাম মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডল। জানা গিয়েছে, এর আগে রহড়া থানার পুলিশ তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল।

Bangladeshi: কী কাণ্ড! খাস কলকাতায় বসে কি না কাজ? ইকোপার্ক থেকে গ্রেফতার বাংলাদেশি জিয়াউদ্দিন
বাংলাদেশি গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2025 | 12:01 PM

রহড়া: অনুপ্রবেশ ইস্যুতে কড়া বিএসএফ। শুধু তাই নয়, সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন তাঁরা। একই সঙ্গে সতর্ক রয়েছে পুলিশও। এই আবহের মধ্যে এবার রহড়া থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি। বাংলাদেশ থেকে লোক এনে ভারতের আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, নিউটাউন ইকোপার্কের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশিকে। অভিযুক্তের নাম মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডল। জানা গিয়েছে, এর আগে রহড়া থানার পুলিশ তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করতেই এই জিয়াউদ্দিনের খোঁজ পান তাঁরা।

এরপর গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ইকোপার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ এই জিয়াউদ্দিনের কাছ থেকে বেশকিছু নথি পত্র উদ্ধার করেছে। তবে পুলিশের জেরায় জিয়াউদ্দিন নিউটাউন রাজারহাটের কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম বলেছে যারা তাকে এই কাজে সাহায্য করতেন।

একদিকে যখন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন, তার কয়েক মাস আগে খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে আজাদ মল্লিক নামে এক যুবক গ্রেফতার হন। পাকিস্তানি পরিচয় লুকোতেই এই আজাদই আবার নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। আসলে আজাদ পাকিস্তানি। পাসপোর্ট মামলায় আদালতে বিস্ফোরক দাবি করেছিল ইডি।