Police Examination: পুলিশের পরীক্ষার প্রশ্ন আগেই দিয়ে দেবেন বলে টাকা তুলছিলেন, গ্রেফতার সিভিক ভলান্টিয়র

Basirhat: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গণেশ বাছার। তাঁর বাড়ি বসিরহাট হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায়। মূলত, আজ চলছিল পুলিশে নিয়োগের পরীক্ষা। আর এই পরীক্ষার যাঁরা পরীক্ষার্থী তাঁদের মধ্যে বেশ কিছু পরীক্ষার্থীকে পরীক্ষার প্রশ্ন আগে থেকেই তাঁদের পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। এমনকী, তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়েছেন বলে অভিযোগ।

Police Examination: পুলিশের পরীক্ষার প্রশ্ন আগেই দিয়ে দেবেন বলে টাকা তুলছিলেন, গ্রেফতার সিভিক ভলান্টিয়র
গ্রেফতার হওয়া সিভিকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2025 | 3:42 PM

বসিরহাট: রবিবার শুরু হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। প্রচুর চাকরিপ্রার্থী এসেছেন পরীক্ষা দিতে। এই আবহের মধ্যেই গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়র। অভিযোগ, পরীক্ষায় আসা প্রশ্ন গোপনে পরীক্ষার্থীর কাছে পাঠিয়ে দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা নিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গণেশ বাছার। তাঁর বাড়ি বসিরহাট হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায়। মূলত, আজ চলছিল পুলিশে নিয়োগের পরীক্ষা। আর এই পরীক্ষার যাঁরা পরীক্ষার্থী তাঁদের মধ্যে বেশ কিছু পরীক্ষার্থীকে পরীক্ষার প্রশ্ন আগে থেকেই তাঁদের পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। এমনকী, তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়েছেন বলে অভিযোগ। এরপরই গণেশ বছরকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

পুলিশের নজরে কীভাবে এল সবটা?

বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, এখানকার কয়েকজন পুলিশের পরীক্ষায় বসছেন। এবং তাঁরা প্রশ্নপত্র আগে থেকেই পেয়ে গিয়েছেন। পুলিশ তড়িঘড়ি সেইসব পরীক্ষার্থীর মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে থানায়। তারপর তাঁদের জিজ্ঞাসা করে জানতে পারেন যে, বসিরহাট থানার সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছার এইসব পরীক্ষার্থীদের আগে থেকে প্রশ্নপত্র দিয়ে দেবে বলে টাকা নিয়েছিলেন। কিন্তু তারপর তিনি আর প্রশ্নপত্র দেননি। বহুবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রশ্নপত্র দিতে পারেননি। এমনকী, তাঁরা টাকা ফেরত চাইলেও টাকাও ফেরত দেয়ননি। এরপর শনিবার রাতে পুলিশ গণেশকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করছে বসিরহাট থানার পুলিশ ।