Swarupnagar: ‘বলছে তোর মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করব’, উড়ো ফোন ছড়াল আতঙ্ক

Swarupnagar: জানা গিয়েছে, অভিযুক্তের নাম আখতারুল শেখ (২৫)। বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায় এলাকায়। এলাকার একাংশ বাসিন্দার দাবি, এই ব্যক্তি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত।

Swarupnagar: বলছে তোর মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করব, উড়ো ফোন ছড়াল আতঙ্ক
বাঁ গিকে অভিযুক্ত যুবক, ডানদিকে ব্যবসায়ীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2025 | 5:30 PM

স্বরূপনগর: রাত্রিবেলা ফোন এল এলাকার ব্যবসায়ীর কাছে। দেওয়া হল এলাকার ব্যবসায়ীকে লাগাতার হুমকি। পাঁচ বছরের শিশুকন্যা সহ স্ত্রীকে খুনের হুমকি। আতঙ্কে গৃহবন্দি মা ও মেয়ে। ভয়ে বন্ধ স্কুল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আখতারুল শেখ (২৫)। বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায় এলাকায়। এলাকার একাংশ বাসিন্দার দাবি, এই ব্যক্তি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত।

অভিযোগ, এই আখতারুল গত ১২ তারিখ রাত্রি সাড়ে দশটা নাগাদ পেশায় ব্যবসায়ী উজ্জ্বল গাজিকে হোয়াটস-অ্যাপে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ,ফোন করে স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, সেই সঙ্গে বলা হয় পাঁচ বছরের শিশু কন্যাকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে।

এরপরই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। আতঙ্কে কাঁটা ব্যবসায়ী স্ত্রী ও কন্যা। ঘটনার তদন্তে স্বরূপনগর থানার পুলিশ। উজ্জ্বল গাজি, “আমি একটা উড়ো ফোন পাই। ভয়েস কলে বলা হয়ে আমার মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে। কেন কী কিছুই জানি না। সঙ্গে সঙ্গে থানায় জানাই। নম্বরের বেসিসে খুঁজে পেলাম ফোনটা একটা উড়ো ফোন। যার সঙ্গে আমার ব্যবসায়িক কোনও সম্পর্ক নেই। কেন এমন কথা বলল কে জানে?”