ঝাড়গ্রাম: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি আন্দোলনকারী। ধৃতের নাম জয় মাহাত। বুধবার তাঁকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১০ জন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাত। আজ তাঁকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় গড় শালবনি এলাকায় অভিষেকের কনভয় আসার আগে থেকেই এলাকায় বিক্ষোভে সামিল হয়েছিলেন কুড়মি সমাজের মানুষেরা। ৫ নম্বর জাতীয় সড়কের উপরেও চলছিল অবরোধ। এরই মধ্যে অভিষেকের কনভয় আসতেই আরও বাড়ে ক্ষোভের আঁচ। হামলার অভিযোগ ওঠে কনভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে। ভেঙে যায় গাড়ির কাচ। শুধু তাঁর গাড়ি নয়,কনভয়ে থাকা আরও একাধিক গাড়ির উপর হামলা হয়েছে বলে খবর। লাথি মারার অভিযোগ ওঠে কনভয়ে থাকা তৃণমূল কর্মীদের উপরেও।
এরপর একে একে গ্রেফতার করা হয় দশজনকে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ঝাড়গ্রাম জেলা পুলিশ (Police)। ভারতীয় ৩০৭ ধারায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ আরও একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের হয়।