
মধ্যমগ্রাম: প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে প্রতিদিন বসত মদের আসর। আর সেই আসর বসানোর জন্যই অতিষ্ঠ হয়ে পড়তেন এলাকাবাসী। তার মধ্যেই ঘটে গেল অঘটন। নেশাগ্রস্ত অবস্থায় বচসার জেরে খুন। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার হুমাই পুর সাত নম্বর ওয়ার্ডে। সেখানেই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির বাগান থেকে উদ্ধার দেহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় থাকেন মতিয়ার রহমান। তিনি আগে পুলিশে চাকরি করতেন। মতিয়ারের ছেলে ও তাঁর বন্ধুবান্ধব প্রতিদিনই মদের আসর বসাতেন বলে অভিযোগ। প্রতিদিনের মতো গতকালও বসেছিল মদের আসর। কিন্তু এবার ঘটে গেল অঘটন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গন্ডগোল করতে গিয়েই খুন এক বন্ধু বুদ্ধদেব মণ্ডল (২৪)। রোজ মদের আসর বসে ওই বাড়িতে। রবিবার রাতেও বাসায় মদের আসর।
সোমবার সকালে ১০ টা নাগাদ মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার কিছু যুবক। এরপরই থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি মতিয়ারের ছেলে আজাদ, তাঁর মা এবং আরও দুই বন্ধুকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি কাজে গিয়েছিলাম। সেই সময় শুনি একটা খুন হয়েছে। একজনের বাড়ির সামনে থেকে ওই দেহ উদ্ধার করে।”