CM mamata banerjee: লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ, কাঁদতে-কাঁদতে পড়লেন মমতার পায়ে, তারপর…

Matua: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলছিল।চলাকালীন সামনে এল এক হৃদয়স্পর্শী দৃশ্য। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ এগিয়ে আসেন। তাঁর হাতে একটি লাল পতাকা। সেই পতাকার নিচের দিকে সাদা রঙের একটি অংশ রয়েছে। মূলত, এটি মতুয়া ধর্মের পতাকা।

CM mamata banerjee: লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ, কাঁদতে-কাঁদতে পড়লেন মমতার পায়ে, তারপর...
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2025 | 10:10 PM

বনগাঁ: মুখ্যমন্ত্রী তখন মতুয়া গড়ে। মঞ্চ থেকে আশ্বাস দিয়েছেন এসআইআর আবহে পাশে থাকার। তবে শুধু ভরা সভা থেকে নয়। সেই আশ্বাসের হাত মাথায় এসে পড়ল এক বৃদ্ধেরও। মমতা তাঁর জায়গায় আছেন জেনে কোনও ভাবে সব নিরাপত্তা উপেক্ষা করে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সামনে। এসআইআর-এর আতঙ্কে কেঁদেই ফেলেছিলেন মমতার সামনে। আর তখনই মুখ্যমন্ত্রী আরও একবার বললেন, তিনি পাশে রয়েছেন।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলছিল।চলাকালীন সামনে এল এক হৃদয়স্পর্শী দৃশ্য। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ এগিয়ে আসেন। তাঁর হাতে একটি লাল পতাকা। সেই পতাকার নিচের দিকে সাদা রঙের একটি অংশ রয়েছে। মূলত, এটি মতুয়া ধর্মের পতাকা। সেই পতাকা হাতে নিয়েই তিনি প্রথমে মুখ্যমন্ত্রীর পায়ে প্রণাম করেন, পরে আবেগে ভেঙে পড়ে কান্না শুরু করেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে আশ্বস্ত করেন। বলেন, “কেঁদো না। আমরা তোমাদের পাশে আছি।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুবোধ বিশ্বাস। তাঁর বাড়ি বাগদা বিধানসভার আষাড়ু এলাকায়। পরে সাংবাদিকদের সামনে তিনি জানান, “SIR চালু হওয়ার পর আমাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্বাস্তু মতুয়া সমাজের কথা একমাত্র মুখ্যমন্ত্রীই বলছেন। আর যাঁকে আমরা ভোট দিয়ে মন্ত্রী করেছি, সেই শান্তনু ঠাকুরই আমাদের রোহিঙ্গা, মুসলমান বলে অপমান করছেন। আমরা মতুয়ারাই তাঁকে কেন্দ্রে পাঠিয়েছি, অথচ আমাদের কথা তিনি কখনও বলেন না।” সুবোধবাবুর কথোপকথন শুনে মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমি আছি তোমাদের পাশে, ভয় পেও না।”

সুবোধ বিশ্বাস