Palta: ট্রেনে উঠতে গিয়ে পিছলে যায় পা, কলেজ থেকে ফেরার পথে কাটা গেল ছাত্রীর দুই পা

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2023 | 10:38 AM

Palta: রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল কলেজ থেকে বন্ধুদের সঙ্গেই বেরিয়ে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গিয়েছিল। দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে ট্রেন ধরতে গিয়েছিলেন ওই ছাত্রী।

Palta: ট্রেনে উঠতে গিয়ে পিছলে যায় পা, কলেজ থেকে ফেরার পথে কাটা গেল ছাত্রীর দুই পা
হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছাত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

পলতা: কলেজ থেকে ফেরার সময়ে দৌড়ে ট্রেনে উঠতে গিয়েছিলেন ছাত্রী। পা পিছলে যায়। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে পড়ে কেটে যায় দুই পা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পলতা স্টেশনে। মহাদেবানন্দ কলেজের ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল কলেজ থেকে বন্ধুদের সঙ্গেই বেরিয়ে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গিয়েছিল। দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে ট্রেন ধরতে গিয়েছিলেন ওই ছাত্রী। বন্ধুরা ট্রেনে উঠে যেতে পারলেও, ওই ছাত্রীর পা পিছলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রড ধরে ফেললেও, ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করেছিল। তাতেই পা পিছলে যায় ছাত্রীর। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পা পড়ে যায়। ছাত্রীর দুই পা ক্ষত বিক্ষত হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর পা দুটো কেটে বাদ দিয়েছেন। আপাতত ওই ছাত্রীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Next Article