মিনাখাঁ: গ্রাম দখলের লড়াইয়ের (Panchayat Election 2023) এখনও বাকি কয়েকদিন। এরই মধ্যে শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার (North 24 pargana) মিনাখাঁ ও হাড়োয়া থেকে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল (TMC)।
শুক্রবার সকাল থেকেই মিষ্টিমুখ করে ও ফুলের মালা পরিয়ে জয়ী প্রার্থীদের জয় উদযাপন করল শাসক শিবির। শুধু তাই নয়,বের হল বিজয় মিছিল। উড়ল সবুজ আবির। শাসক শিবির সূত্রে খবর, বসিরহাটের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ২৩টি গ্রাম সভা, তিনটি পঞ্চায়েত সমিতি আসন জেতেন তৃণমূল প্রার্থীরা।
একই সঙ্গে মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম সভা ও ৩টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো শাসক দল। আটপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ ঘোষের নেতৃত্বে এই অঞ্চল জিতে নিয়েছে তৃণমূল। মূলত, এই দু’টি পঞ্চায়েতে বিরোধীরা কোনও প্রার্থীই দিতে পারেনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই উত্তপ্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন অঞ্চল। চলে গুলি। প্রাণ যায় তিন থেকে চারজনের। বিরোধীরা বারবার অভিযোগ করে তাদের মনোনয়নে বাধা দিয়েছে শাসকদল। আর অভিযোগের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের দ্বারস্থ হয় বিজেপি ও সিপিএম। সেই মামলায় পুলিশকে অবিলম্বে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
রাজ্যের তরফে দাবি করা হয়, মিনাখাঁর সিপিএম-এর চার জন প্রার্থীকে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করেছিল অনেকবার কিন্তু তারপরও তাঁরা জমা দেননি। যদিও, বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা সওয়াল করেন এটা শুধু একটা জায়গার জন্য করলে হবে না। সব প্রার্থী এক জায়গায় জড় হোক। পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে মনোনয়নের জায়গায় নিয়ে যাবে। এরপর এ দিন শাসক শিবিরের জয় সামনে আসল।
প্রসঙ্গত শুধু উত্তর ২৪ পরগনা নয়, এর পাশাপাশি গতকাল আসনসোলের জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক শিবির।