Panihati-Threat Call: দিন নেই-রাত নেই, প্রাণে মেরে ফেলা হবে বলে আসছে ফোন, আতঙ্কিত কাউন্সিলর

Panihati Councillor: বিজেপির দাবি, ভোটের আগে এটা তৃণমূলের নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়। বিজেপি নেতা বলছেন, প্রশাসন যাদের হাতে, তারা চাইলে অভিযুক্তদের ধরতে পারে।

Panihati-Threat Call: দিন নেই-রাত নেই, প্রাণে মেরে ফেলা হবে বলে আসছে ফোন, আতঙ্কিত কাউন্সিলর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 20, 2025 | 11:21 PM

পানিহাটি: বর্ষাাকালে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন পানিহাটির কাউন্সিলর। সম্প্রতি একাধিক এলাকায় ঘুরেছেন তিনি। এরপরই তাঁর কাছে এল উড়ো ফোন। একবার নয়, বারবার। দিন নেই, রাত নেই, ফোনে দেওয়া হচ্ছে হুমকি। এমনকী বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বারবার প্রাণ নাশের হুমকি ফোনে আতঙ্কিত পানিহাটির পুরসভার চেয়ারম্যান। অভিযোগ দায়ের করেছেন তিনি। জানানো হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও।

পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে-র দাবি, আর্ন্তজাতিক কল এসেছিল তাঁর ফোনে। প্রথমে গুরুত্ব দেননি। তারপরও দিনে-রাতে ফোন আসতে থাকায় সরাসরি পুলিশ কমিশনারকে জানান তিনি। এরপর ঘোলা এবং খড়দহ থানায় উড়ো ফোনে হুমকির অভিযোগ দায়ের করেন পানিহাটি পুরসভা চেয়ারম্যান।

নিয়ে জোর শোরগোল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কে বা কারা এই উড়ো ফোনে হুমকি দিচ্ছে তার তদন্তে খড়দহ থানার পুলিশ। তবে বিজেপির দাবি, এসবই তৃণমূলের নিছক কৌশল ছাড়া আর কিছু নয়। বিজেপির যুবনেতা জয় সাহা বলেন, “ভোটের আগে এগুলো নতুন কৌশল। নিজেই গুরুত্ব বাড়াচ্ছেন ওই চেয়ারম্যান। আর নিরাপত্তা বাড়াতে চাইছেন। এর আগেও একইরকম নাটক করেছেন।”